প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যু। রবিবারে রাজস্থানের এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক আট মাসের অন্ত্বঃসত্তাও।
রবিবার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের (Rajasthan) দেগানা। পুলিশ সূত্রে খবর, সকালে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন চার জন। সেই সময়েই বেপরোয়া গতিতে ছুটে আসে একটি এসইউভি। চোখের পলক চার জনকে পিষে দেয় বিলাসবহুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু-সহ গোটা পরিবারের চার জনের। সঙ্গে সঙ্গেই ওই এলাকা থেকে এসইউভি ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক। এখনও চালককে ধরতে পারেনি পুলিশ। দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে গাড়িটি।
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ছোটু রাম ও তাঁর স্ত্রী সুমন। মৃত্যু হয়েছে তাঁদের দুবছরের শিশুপুত্র হৃতিকেরও। এছাড়াও তাঁদের পরিবারের এক আত্মীয়াও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, মৃতরা সকলেই মজুর হিসাবে কাজ করতেন। স্থানীয় একটি বিয়েবাড়িতে কাজ করার কথা ছিল তিনজনের। সেই জন্যই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বাসে চেপে দেগানায় যাওয়ার কথা ছিল তাঁদের। সেই সময়েই মর্মান্তিক দুর্ঘটনা।
ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। মৃতদেহ তুলে দেওয়া হয়েছে আত্মীয়দের হাতে। তখনই জানা যায়, আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সুমন। দেগানা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পলাতক চালকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.