Advertisement
Advertisement
Bihar

বিহারে পুজো মণ্ডপে এলোপাথাড়ি গুলিতে আহত ৪, পলাতক দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

আহতদের দ্রুত কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

4 man injured in firing at Durga Puja pandal in Bihar
Published by: Subhankar Patra
  • Posted:October 13, 2024 5:22 pm
  • Updated:October 13, 2024 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মণ্ডপে রয়েছেন বেশ কয়েকজন। হঠাৎ দুটি মোটরবাইক করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় জখম হয়েছেন চারজন। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বিহারের আরা জেলার একটি দুর্গা মণ্ডপে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করেছেন। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর ঘটনায় আরমান আনসারি (১৯) সুনীলকুমার যাদব (২৬), রোশন কুমার (২৫) ও সিপাহী কুমার আহত হয়েছেন। তাঁদের মধ্যে আরমানের পিঠে ও সুনীলের বাঁ হাতে গুলি লেগেছে। রোশনের ডান হাঁটুর নিচে ও সিপাহীর কোমরে গুলি লাগে।

Advertisement

দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বাকিরাও বিপদমুক্ত।

কে বা কারা গুলি চালিয়ে পালাল? কেনই বা এই হামলা তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে থমথমে পরিবেশ। উৎসবের আবহে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement