Advertisement
Advertisement

Breaking News

Narendra Modi

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলার বিরাট প্রাপ্তি, ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত মোদি সরকারের

২৩১ কিলোমিটারের প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে দশ হাজার ২৪৭ কোটি টাকা।

4 lane Kharagpur Moregram national high speed corridor project has been approved by Union Cabinet

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:August 2, 2024 11:15 pm
  • Updated:August 2, 2024 11:26 pm  

সোমনাথ রায়, নয়া দিল্লি: খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরেগ্রাম পর্যন্ত চার লেনের হাই স্পিড করিডোরের মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও এই ঘোষণা নিয়ে উঠেছে প্রশ্ন। একটি অংশের দাবি, বাংলার প্রতি গুরুত্ব দেওয়ার নামে পুরনো প্রকল্পকেই নতুন করে ঘোষণা করল কেন্দ্র।
শুক্রবারের বৈঠকে দেশের বিভিন্ন প্রান্তে আটটি নতুন জাতীয় হাই স্পিড রোড করিডোর প্রকল্পের মঞ্জুরি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। যার মধ্যে রয়েছে বাংলার একটি প্রকল্পও। ২৩১ কিলোমিটারের এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে দশ হাজার ২৪৭ কোটি টাকা। খড়গপুর থেকে মালদহ হয়ে মুর্শিদাবাদ পর্যন্ত যাবে এই করিডোর।

যদিও একটি মহলের দাবি, এটি শিয়ালের কুমীরছানা দেখানোর মতো ঘোষণা। এর আগেই যে খড়গপুর-শিলিগুড়ি অর্থনৈতিক করিডোর ঘোষণা হয়েছিল, তারই অংশ খড়গপুর-বর্ধমান-মোরেগ্রাম এক্সপ্রেসওয়ে। যার জন্য আগেই বরাদ্দ ছিল ১২ হাজার কোটি টাকা। ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এই এক্সপ্রেসওয়ের।

Advertisement

[আরও পড়ুন: ‘রামের অস্তিত্বের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই’, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

বাংলার এই প্রকল্প ছাড়া আরও সাতটি জাতীয় হাই স্পিড করিডোরের সম্মতি এদিন দিয়েছে মন্ত্রিসভা। মোট ৯৩৬ কিলোমিটার বিস্তৃত এক্সপ্রেসওয়ের জন্য বরাদ্ধ হয়েছে মোট ৫০ হাজার ৬৫৫ কোটি টাকা। যার মধ্যে রয়েছে আগ্রা-গোয়ালিয়র (ছয় লেন), থরড-দিসা-মেহসানা-আমেদাবাদ (ছয় লেন), অযোধ্যা রিং রোড (চার লন), রায়পুর-রাঁচি (চার লেন), কানপুর রিং রোড (ছয় লেন), উত্তর গুয়াহাটি বাইপাস (ছয় লেন) এবং নাসিক-খেড় (আট লেন) করিডোর।

আটটি প্রকল্প হল—

* অযোধ্যার চারপাশে রিংরোড। বিনিয়োগ- ৩৯৩৫ কোটি
* গুয়াহাটি শহরের চারপাশে রিংরোড। বিনিয়োগ- ৫৭২৯ কোটি
* নাসিকের ফাটা থেকে পুণের খের পর্যন্ত হাইস্পিড রাস্তা। বিনিয়োগ- ৭৮২৭ কোটি
* রায়পুর- রাঁচি এক্সপ্রেসওয়ের একটি অংশ। বিনিয়োগ- ৪৪৭৩ কোটি
* গুজরাতে ৬ লেন রাস্তা। বিনিয়োগ- ১০,৫৩৪ কোটি
* খড়্গপুর থেকে মোরেগ্রাম ২৩১ কিমি ৪ লেন রাস্তা। বিনিয়োগ- ১০,২৪৭ কোটি
* আগ্রা- গোয়ালিয়র হাইস্পিড ৬ লেন করিডোর। বিনিয়োগ- ৪৬১৩ কোটি
* কানপুর শহরের চারপাশে রিং রোড। বিনিয়োগ- ৩২৯৮ কোটি

[আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি চলছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement