Advertisement
Advertisement
কাশ্মীর

জঙ্গিদমনে বড় সাফল্য, ১২ ঘণ্টার অভিযানে কাশ্মীরে খতম চার হিজবুল জেহাদি

২৪ ঘণ্টায় ভূস্বর্গে ন'জন জঙ্গিকে খতম করল যৌথবাহিনী।

4 hijbul terrorists killed in encounter with security forces in J-K’s Shopian
Published by: Paramita Paul
  • Posted:June 8, 2020 9:27 am
  • Updated:June 8, 2020 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় দক্ষিণ কাশ্মীরে খতম ন’জন জঙ্গি। রবিবারের পর সোমবার সোপিয়ান সংলগ্ন পিঞ্জোরা এলাকায় হিজবুল মুজাহিদিনের চার সন্ত্রাসবাদিকে নিকেশ করল যৌথবাহিনী। তাদের মধ্যে দুজন আবার দলের শীর্ষনেতা বলেও খবর। জঙ্গিদমন অভিযানে জখম হয়েছেন তিন জওয়ান। শেষ পাওয়া খবর অনুযায়ী, পিঞ্জোরা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চলছে।

Advertisement

করোনা আবহেও সন্ত্রাসে লাগাম পড়েনি। বরং লকডাউনের মাঝেও বারবার উত্তপ্ত হয়েছে ভূস্বর্গের বিভিন্ন এলাকা। কখনও সীমান্তে গোলাগুলি ছুঁড়েছে পাকিস্তানের সেনা। আবার কখনও গোলাগুলির আড়ালে অনুপ্রবেশ করেছে পাক আশ্রিত জঙ্গিরা। কাশ্মীরের বিভিন্ন প্রান্তে যৌথবাহিনীর জওয়ানদের নিশানা বানিয়েছে তারা। আবার কখনও খবর পেয়ে আগেভাগেই জওয়ানরা নিকেশ করেছে সন্ত্রাসবাদিদের। পুলওয়ামার কায়দায় হামলার ছক ইতিমধ্যে বানচাল করেছে যৌথবাহিনী। এমন আবহে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান এলাকায় হিজবুল ও জইশ জঙ্গিরা ঘাঁটি গেড়েছে বলে খবর আসে। রবিবার সকাল থেকেই সোপিয়ানের রিবেন গ্রামে এনকাউন্টার চলছিল। বিকেলে জানা যায়, পাঁচ জঙ্গিকে নিকেশ করেছে যৌথবাহিনী। তারা প্রত্যেকেই হয় হিজবুল নয়তো জইশের সদস্য। অভিযানে ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। তবে কোনও জওয়ান হতাহত হননি।

[আরও পড়ুন : সংক্রমণের মাঝেই আজ থেকে দেশজুড়ে আরও ছাড়, এক নজরে দেখে নিন কি কি খুলছে]

এরপর রবিবার রাতে রেবন গ্রাম থেকে ১২ কিলোমিটার দূরে পিঞ্জোরায় অভিযান শুরু করে যৌথবাহিনী। খবর আসে, ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি আত্মগোপন করেছে। খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনীর জওয়ানরা। তাঁদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় জওয়ানরা। সোমবার সকালে চার জঙ্গি খতম হয়েছে বলে জানা যায়। এদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন তিন জওয়ান। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন জওয়ানরা।

[আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাংবাদিক বৈঠকের পরই করোনা আক্রান্ত PIB প্রধান! বাড়ছে উদ্বেগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement