সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার্চে উৎসবের প্রস্তুতি চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায়। জানা গিয়েছে, এখানকার এনায়াম পুথেনথুরাই সেন্ট অ্যান্টনি গির্জায় ১০ দিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নবম দিনে ঘটে এই দুর্ঘটনা। ঘটনা প্রকাশ্যে আসার পর মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
পুলিশের তরফে জানা গিয়েছে, গত শনিবার গির্জা সাজানোর জন্য একটি ধাতব মই বেয়ে কয়েকজন উপরে উঠেছিলেন। গির্জার পাশ দিয়েই গিয়েছে হাইভোল্টেজ বিদ্যুতের তার। এদিকে মই ভিজে থাকার কারণে পাশের ওই হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে মইটি। তড়িঘড়ি সিঁড়ি বেয়ে তাঁরা নেমে আসার চেষ্টা করলেও লাভ হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন তাঁরা। দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ্যে এনেছে পুলিশ। তাঁরা হলেন, বিজয়ন, মানো, জেস্টেম ও শিবম।
মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার এক ভিডিও ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার মুহূর্তে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্টদের সাহায্যে এগিয়ে এসেছেন। বাঁশের সাহায্যে মইটিকে সরানোর চেষ্টা করেছেন কেউ কেউ। যদিও শেষ পর্যন্ত চারজনকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুর কারণ জানতে চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুদুকাদাই পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.