প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার আতঙ্ক ফিরল গুজরাটে। একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করার জেরে মৃত্যু হল অন্তত ৪ জন শ্রমিকের। কীভাবে গ্যাস লিক করল, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, বছর তিনেক আগে গুজরাটের সুরাটে গ্যাস লিক করে ৬ জনের মৃত্যু হয়েছিল। কেন এইভাবে কারখানা থেকে গ্যাস লিক করছে, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজে। পুলিশ সূত্রে খবর, গুজরাট ফ্লুরোকেমিক্যালস লিমিটেড নামে একটি রাসায়নিক কারখানাতে। শনিবার রাত ১০টা নাগাদ আচমকাই কারখানার একতলার একটি পাইপ থেকে গ্যাস লিক করতে শুরু করে। সেই সময়ে কারখানায় উপস্থিত ছিলেন ৪ জন কর্মী। বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস নিতে নিতে অসুস্থ হয়ে পড়েন সকলেই।
শনিবার রাতে কারখানার মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ওই চারজন। খবর পেয়ে মাঝরাতেই ওই কারখানায় গিয়ে উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। রবিবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় তিনজনের। সকাল ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চতুর্থ শ্রমিক। দাহেজ থানার ইনস্পেক্টর বিএম পাটিদার জানান, আপাতত চারজনের ময়নাতদন্ত হচ্ছে। কীভাবে গ্যাস লিক করল, সেটা জানতেও চলছে তদন্ত।
উল্লেখ্য, গত মাসে অন্ধ্রপ্রদেশে একটি ওষুধ তৈরির কারখানায় গ্যাস লিক করে। বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়েন কারখানার অন্তত ২০জন কর্মচারী। পরে মৃত্যু হয় একজনের। এবার গুজরাটে ঘটল এমন ঘটনা। কেন বারবার এভাবে কারখানা থেকে লিক হচ্ছে বিষাক্ত গ্যাস? কারখানাগুলিতে কি পর্যাপ্ত সুরক্ষাবিধি মানা হচ্ছে? ২০২২ সালে সুরাটে একইভাবে গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৬ জনের। ফলে প্রশ্ন উঠছে দেশজুড়ে ছড়িয়ে থাকা রাসায়নিক কারখানাগুলি কি আদৌ নিরাপদ?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.