সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘন কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির যাত্রীদের উদ্ধার করতে গিয়ে করুণ পরিণতি হয় উদ্ধারকারীদের। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসার-চণ্ডীগড় জাতীয় সড়কে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ সকলে।
রবিবার সকালে ঘন কুয়াশার জেরে দেখতে না পেয়ে জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে একটি গাড়ি। দ্রুত গতিতে ছুটে আসা আরও একটি গাড়ি তা দেখতে না পেয়ে দুর্ঘটনার কবলে পড়া প্রথম গাড়িটির পিছনে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন জাতীয় সড়কের ধারে উপস্থিত কয়েকজন। আহতের উদ্ধারের চেষ্টা করছিলেন তাঁরা।
কে জানত তখনই ঘটে যাবে আরও বড় দুর্ঘটনা। উদ্ধারকার্যের সময় মাঝ রাস্তায় চলে আসেন কয়েকজন। এদিকে ওই রাস্তা দিয়েই ছুটে আসা একটি ট্রাকের চালক দূর থেকে কিছুই বুঝতে পারেননি। কাছে আসতেই দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেন চালক। তবে ব্যর্থ হন। গাড়ির তলায় পিষে যান চারজন। নিয়ন্ত্রণ হারিয়ে চারটি গাড়ির উপর উলটে যায় ট্রাকটি। সেখানে উপস্থিত সকলে ট্রাক চালককে গাড়ির জানলা ভেঙে উদ্ধার করেন।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানা যায়নি। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। এদিকে, মৌসম ভবন উত্তর ভারতের একাধিক শহরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.