সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলেই আশঙ্কা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ।
শুক্রবার থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয় রাজধানীতে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ শনিবার ভোর ৩টে নাগাদ মুস্তাফাবাদ এলাকার একটি চারতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বাসিন্দারা। খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ ও দমকল। আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে।
এনিয়ে দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, “রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে। আমাদের আশঙ্কা, এখনও ৮-১০ জন ভিতরে আটকে রয়েছেন।’’ দিল্লির দমকল বিভাগের আধিকারিক রাজেন্দ্র আটওয়াল জানান, ‘‘আজ ভোরে আমরা একটা বাড়ি ভেঙে পড়ার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি, একটা চারতলা বাড়ি ভেঙে পড়েছে। অনেকে ভিতরে আটকে রয়েছেন। দমকল কাজ করছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজ চালাচ্ছে।”
#WATCH | Delhi: 4 people died after a building collapsed in the Mustafabad area; rescue and search operation is underway
8-10 people are still feared trapped, said Sandeep Lamba, Additional DCP, North East District pic.twitter.com/qFGALhkPv3
— ANI (@ANI) April 19, 2025
ইতিমধ্যেই ওই বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, ভোরবেলা আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িটি। ধুলোয় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় প্রশাসন বলছে, গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গতকাল থেকে আচমকা আবহাওয়ার পরিবর্তন হয় দিল্লিতে। মুস্তাফাবাদ-সহ একাধিক শহরে ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত। প্রবল বর্ষণেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমান। তবে তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.