Advertisement
Advertisement
Himachal

বড়দিনে তুষারপাতের কামড়ে হিমাচলে মৃত ৪, বেহাল দশা কুলু-মানালির

সব মিলিয়ে বন্ধ দুশোর উপর রাস্তা।

4 dead, 223 roads shut in Himachal amid heavy snowfall
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 25, 2024 12:46 pm
  • Updated:December 25, 2024 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন আর বর্ষবরণের আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ভিড় জমিয়েছেন হিমাচলপ্রদেশে। কিন্তু ভারী তুষারপাতের কামড়ে বেহাল দশা সিমলা, কুল্লু, মানালির মতো শৈল্য শহরগুলোর। বরফের চাদরে ঢেকেছে বহু রাস্তা। যার জেরে এদিক-ওদিক পিছলে যাচ্ছে গাড়ি চাকা। গত ২৪ ঘণ্টায় এরকমই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন। আহত বহু। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত দিন দুয়েক ধরে হিমাচলে প্রবল তুষারপাত হচ্ছে। বরফ জমে সিমলায় ১৪৫, কুল্লুতে ২৫ ও মণ্ডী জেলায় ২০টি রাস্তা বন্ধ। ৩৫৬টি ট্রান্সফরমারে গোলাযোগের কারণে বহু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন। দ্রুত গতিতে সেগুলো ঠিক করার কাজ করছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার বিভিন্ন জায়গার রাস্তায় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া তুষারপাতের জেরে অটল টানেলে আটকে ছিল ৫০০টি গাড়ি। এরপর বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আত্তারি থেকে লেহ, কিন্নর জেলার খাব সঙ্গম এবং লাহুল-স্পিতির গ্রামফু-সহ একাধিক জায়গায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এছাড়া ৩টি জাতীয় সড়কে বরফ জমার কারণে প্রবল যানজটেরও সৃষ্টি হয়।  

Advertisement

উৎসবের মরশুমে এহেন পরিস্থিতি নিয়ে হিমাচল সরকার জানিয়েছে, রাস্তা পরিষ্কার করার জন্য দুটি স্নো ব্লোয়ার-সহ ২৬৮টি মেশিন রাস্তায় নামানো হয়েছে। পাশাপাশি পর্যটকদের বরফের মধ্যে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে প্রবল তুষারপাতে ভাটা পড়েনি পর্যটকদের আনন্দে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সিমলার হোটেলগুলোতে ৭০ শতাংশ পর্যটক রয়েছে। গত বছরের ডিসেম্বরের তুলনায় যা ৩০ শতাংশ বেশি।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement