ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় রবিবার ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন প্রথমে টুইট করে এবং সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ খবর নিশ্চিত করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।
ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল মণিপুর। জনতার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে তাঁর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা করে উত্তেজিত জনতা। তবে এদিন তিনি টুইট করে জানিয়ে দেন, এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লেখেন, দুই ছাত্রকে অপহরণ ও হত্যায় অভিযুক্ত কয়েকজন মূল অপরাধীকে আজ চূড়াচাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন।
“আজ বড় ঘটনার কিনারা হয়েছে। রাজ্যের দুই যুবককে অপহরণ ও হত্যার ঘটনায় মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর-সহ কয়েকজন সিনিয়র আধিকারিককে মণিপুরে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরই ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী, অসম রাইফেলস এবং রাজ্য পুলিশের তৎপরতায় চূড়াচাঁদপুর থেকে চার অভিযুক্তকে পাকড়াও করা হয়। এর জন্য এনআইএ, সিবিআই ও কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ। আমরা নিশ্চিত করছি অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।” জানান বিরেন সিং।
I’m pleased to share that some of the main culprits responsible for the abduction and murder of Phijam Hemanjit and Hijam Linthoingambi have been arrested from Churachandpur today.
As the saying goes, one may abscond after committing the crime, but they cannot escape the long…
— N.Biren Singh (@NBirenSingh) October 1, 2023
যদিও দুই ছাত্রের মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ধৃতদের জেরা করার পর দেহ উদ্ধারের চেষ্টা করা হবে। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর ছাত্রমৃত্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখান হাজারো পড়ুয়া। টিয়ার গ্যাস, স্মোক বোমা ব্যবহার করে সেই বিক্ষোভ সামাল দেওয়া হয়েছিল। এর পরই ২৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলা চালানোর চেষ্টা হয়। যদিও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছিল। এমন অশান্ত পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেপ্তারির খবর নিজেই দিলেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.