Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

আলওয়ার গণপিটুনিতে ৪ অভিযুক্তের জেল, চার বছর পর বিচার পেল সংখ্যালঘু পরিবার

গরুপাচারের ভুয়ো অভিযোগ উঠেছিল মৃতের বিরুদ্ধে।

4 convicts get 7 year imprisonment for killing Rajasthan man allegedly smuggling cattle | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 25, 2023 3:58 pm
  • Updated:May 25, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুপাচারের ‘অপরাধে’ এক কৃষককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। তাদের মধ্যে চারজনকে সাত বছরের কারাদণ্ড দিল রাজস্থানের (Rajasthan) আদালত। ২০১৮ সালে আলওয়ারে এই গণপিটুনির ঘটনা ঘটে। পাঁচ বছর পরে ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। প্রমাণের অভাবে সাজা পায়নি এক অভিযুক্ত।

২০১৮ সালের জুলাই মাসে আলওয়ারের একটি গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। রাকবর খান ও আসলাম নামে দুই ব্যক্তি রাতের বেলা গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল দুটি গরু। পাশের গ্রাম থেকেই দুটি গরু নিয়ে আসছিল আকবর ও তাঁর বন্ধু৷ রাত্রিবেলা ওই দুজনকে গরু নিয়ে যেতে দেখেন দেখেন রামগড় গ্রামের বাসিন্দারা৷ এলাকাবাসীরা মনে করেন আকবর ও তাঁরা গরু পাচারের চেষ্টা করছে৷ এরপরই লাঠি ও পাথর দিয়ে বেধড়ক মারধর শুরু হয়৷

Advertisement

[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]

ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিন ঘণ্টা পরে ঘটনাস্থলে গিয়েও আহত আকবরকে হাসপাতালে নিয়ে যেতে অহেতুক দেরি করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ ছিল। আকবরের আগে দু’টি গরুকে নিরাপদ আশ্রয়ে পাঠাতে ব্যস্ত ছিল পুলিশ। তারপরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে। পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন রাজস্থানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া।

আকবরের মৃত্যুতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার চারজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। ধর্মেন্দ্র যাদব, বিজয় কুমার, পরমজিৎ ও নরেশ কুমার- চারজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছে নওয়াল কিশোর নামে এক অভিযুক্তকে।

[আরও পড়ুন: বন সহায়ক পদে প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ, মামলাই শুনল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement