সংবাদ প্রতিদিন ডিজিটাল: স্কুল থেকে বেরোতেই দশম শ্রেণির পড়ুয়া চার ছাত্রের উপর ঝাঁপিয়ে পড়ল অন্য স্কুলের একদল ছাত্র। অভিযোগ, ধারালো ছুড়ি দিয়ে কোপানো হয় চার জনকে। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির (East Delhi) একটি স্কুলের সামনে। ঘটনায় চারজন ছাত্রই আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এক জনের চিকিৎসা চলছে ট্রমা কেয়ারে বিভাগে।
পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকার (Mayur Vihar Area) সর্বোদয় বাল বিদ্যালয়ে (Sarvodaya Bal Vidyalaya) পরীক্ষা দিতে গিয়েছিল চার ছাত্র। পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্র থেকে বেরোতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। তাদের হাত থেকে বাঁচতে স্কুল লাগোয়া একটি পার্কের দিকে ছুটে যায় চার ছাত্র। যদিও তাদের ধাওয়া করে ধরে ফেলে হামলাকারীরা। সেখানেই তাদের ধারালো ছুড়ি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত চার ছাত্র গৌতম, রেহান, ফৈজান ও আয়ুষ ত্রিলোকপুরির গভার্নমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের (Trilokpuri Government Boys Senior Secondary School ) ছাত্র । সকলের বয়স ১৫-১৬-র মধ্যে। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানিয়েছে, পার্কের মধ্যে হাতহাতি হতে দেখে তারা সে দিকে ছুটে যায়। কিন্তু ততক্ষণে হামলাকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে চার জন। হামলাকারীরা ছুটে পালিয়ে যায়। এরপর আহত ছাত্রদের দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে (Lal Bahadur Shastri Hospital) নিয়ে যাওয়া হয়।
ছাত্রদের মারামারির কথা জানিয়ে পাণ্ডব নগর থানায় (Pandav Nagar Police Station) তিনবার ফোন আসে বলে জানিয়েছে পুলিশ। এরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছয়। যদিও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল।
কেন এই ঘটনা ঘটল, এর পিছনে পুরনো শত্রুতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখারও কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, হামলাকারীরা সর্বোদয় বাল বিদ্যালয়েরই ছাত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.