Advertisement
Advertisement
তড়িদাহত

স্নানের সময় পুলে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ৪ শিশু

দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলার পেটিয়ান গ্রামে।

4 Children, While Bathing, Electrocuted After Live Wire Falls Into Pool
Published by: Soumya Mukherjee
  • Posted:June 22, 2019 8:15 pm
  • Updated:June 22, 2019 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নানের সময় টিউবওয়েল লাগানো একটি পুলে ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। এর জেরে মৃত্যু হল চারটি শিশুর। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার পেটিয়ান গ্রামে। মৃতদের নাম বিষ্ণু (১১), শিবম (৭),ধরমবীর (১১) ও গণেশ (১১)। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

[আরও পড়ুন-মারাঠি ভাষা বাধ্যতামূলক করতে আইন সংশোধনের পথে ফড়নবিশ সরকার]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেটিয়ান গ্রামের একটি টিউবওয়েল লাগানো পুলে স্নান করতে গিয়েছিল ওই শিশুরা। আচমকা তাতে উপরে দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এর জেরে তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। কিছুক্ষণ পরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক কৃষক তাদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গ্রামে গিয়ে শিশুদের অভিভাবক ও পুলিশকে খবর দেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই শিশুদের মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

Advertisement

এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ আধিকারিক যমুনা প্রসাদ ও পঙ্কজ পাণ্ডে জানান, দুই ভাই-সহ মোট চারটি শিশু ওই পুলে স্নান করতে গিয়েছিল। সেসময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। রণবীর সিং নামে এক আধিকারিক বলেন, “বিদ্যুৎ দপ্তরের অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ওই পুলের কাছে থাকা একটি ট্রান্সফরমার থেকে তার ছিঁড়ে পড়ার ফলে ওই শিশুরা তড়িদাহত হয়। এই ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি জটিল হয়ে উঠছে বুঝতে পেরে ওই এলাকায় আরও পুলিশকর্মী মোতায়েন করা হয়।”

[আরও পড়ুন- যোগদিবসে সরকারি কর্মীকে দিয়ে জুতোর ফিতে বাঁধালেন মন্ত্রী, ভাইরাল ভিডিও]

সম্ভলের জেলাশাসক অবিনাশ কৃষাণ সিং জানান, স্থানীয় মহকুমাশাসক দীপেন্দ্র যাদবের নেতৃত্বে দুঃখজনক এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তিনি রিপোর্ট জমা দেবেন। তাঁর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি এস শর্মাকেও একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement