Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

স্বামীর সঙ্গে অশান্তি, ৪ সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ! প্রাণে বাঁচলেন মা, মৃত্যু খুদেদের

এই চরম সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

4 children drown in a well after mother jumped with them in Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 14, 2024 5:09 pm
  • Updated:July 14, 2024 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে নিত্যদিন অশান্তি। গায়ে হাতও তুলতেন স্বামী। রোজকার এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চরম পথ বেছে নেন মহিলা। চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন তিনি! ওই মহিলাকে বাঁচানো গেলেও প্রাণ হারায় ছোট্ট শিশুরা। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায়।

পুলিশ সূত্রে খবর, বছর চল্লিশের ওই মহিলার নাম সুগনা। তদন্তে পুলিশ জানতে পারে, সুগনার সঙ্গে তাঁর স্বামী রোদু সিংহের অশান্তি লেগে থাকত। শনিবার রাতে তা চরম আকার নেয়। তার পরেই চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান সুগনা। শনিবার রাতে ছেলে-মেয়েদের নিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। তখনই সন্তানদের নিয়ে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন সুগনা। রবিবার সকাল ৬টা নাগাদ সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, এই কাণ্ড দেখে ছুটে আসেন আশপাশের লোকজন। কোনওরকমে কুয়ো থেকে সুগনাকে টেনে তোলেন তাঁরা। কিন্তু বাঁচানো যায়নি খুদেদের। সেখানেই মৃত্যু হয় ১১ বছরের অরবিন্দ, ৯ বছরের অনুষা, ৬ বছরের বিট্টু এবং ৩ বছরের কার্তিকের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে ওই শিশুদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু হয়েছে। সুগনার এই চরম সিদ্ধান্তের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement