সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশের একটি অনাথাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু ৪ শিশুর। অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরও ৩৩ জন। রবিবার সকালে জলখাবারের পরেই পেটে ব্যথা, বমির উপসর্গ দেখা দেয় শিশুদের মধ্যে। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা প্রশাসনের।
পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার ঘটনা। অনাথাশ্রমটি চালায় একটি গির্জা। সেখানে আবাসিক শিশুর সংখ্যা ৮৬। রবিবার সকালে জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে একের পর এক শিশু। সকলেরই উপসর্গ ছিল পেটে ব্যথা এবং বমি। ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে কর্তৃপক্ষ। দ্রুত অসুস্থ শিশুদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন রাজ্যের উপ-শিক্ষা কর্মকর্তাও। এর মধ্যে নয় বছরের কম বয়সি ৪ শিশুর মৃত্যুর খবর মিলেছে। গুরুতর অসুস্থ আরও ৩৩ শিশু।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আনাকাপল্লি এবং বিশাখাপত্তনম জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে শিশুদের। কীভাবে খাবারে বিষক্রিয়া হল উপ-শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে তার তদন্ত শুরু হয়েছে। মৃত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে অন্ধপ্রদেশ রাজ্য সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.