Advertisement
Advertisement
Telangana

দুর্নীতির কাঁটায় বিদ্ধ আজহারউদ্দিন, তেলেঙ্গানার ভোটের ময়দানে অস্বস্তিতে কংগ্রেস

অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

4 cases against Telangana Congress candidate Mohammad Azharuddin | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 6, 2023 2:20 pm
  • Updated:November 6, 2023 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং তেলেঙ্গানার (Telangana) কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) বিরুদ্ধে দায়ের হল চারটি মামলা। আর্থিক বেনিয়মের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ভোটের মুখে প্রোফাইল কংগ্রেস (Congress) প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় অস্বস্তিতে দল। যদিও এক বিবৃতিতে আজহার জানিয়েছেন, উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাঁকে কালিমালিপ্ত করতে মামলা হয়েছে।

তেলঙ্গানায় মসনদ দখলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে ‘মাঠে’ নামিয়েছে কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর রাজ্যে বিধানসভা ভোট। জুবিলি হিলস বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করার কথা রয়েছে আজহারের। তার আগে ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করেছে রাচকোণ্ডা পুলিশ। আজহারের বিরুদ্ধে অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালিন আর্থিক বেনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। একই অভিযোগ করা হয়েছে এইচসিএ-র আরও কয়েক জন সদস্যের বিরুদ্ধেও। ইতিমধ্যে মালকাজগিরি আদালতে চারটি মামলায় জামিনের আবেদন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

[আরও পড়ুন: মধ্যপ্রদেশ নির্বাচন: ভোট ময়দানে জয়-বীরু, গব্বর-কালিয়ারা!]

এই বিষয়ে আজহার বিবৃতি দিয়েছেন, “আমার সুখ্যাতি নষ্ট করার জন্য শত্রুপক্ষ মিথ্যে খবর ছড়াচ্ছে।” এক্স হ্যান্ডেলে আজহার লেখেন, “আমি দেখেছে যে সিইও আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। স্পষ্ট কর দিতে চাই যে সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যমূলক অভিযোগ, এর সঙ্গে আমার বিন্দুমাত্র যোগ নেই। সঠিক সময় উপযুক্ত জবাব দেব। আমি শক্তি হারাচ্ছি না, লড়াই চালিয়ে যাব।”

[আরও পড়ুন: দূষণে বিপর্যস্ত দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’, পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কেজরিওয়ালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement