Advertisement
Advertisement
বিজেপি সাংসদ

সুরেলা মেজাজে প্রধানমন্ত্রীর ক্লাস, কিশোর কুমারের গানে মাতলেন বিজেপির চার সাংসদ

বিজেপির ঘরোয়া বৈঠকে হিট শিল্পী বাবুল।

4 BJP MP sang Kishor Kumar's song before singer's 90th birth day
Published by: Tanujit Das
  • Posted:August 3, 2019 8:17 pm
  • Updated:August 3, 2019 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখন ঘড়ির কাটায় সকাল দশটা৷ সংসদের লাইব্রেরি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহের নেতৃত্বে ‘অভ্যাসবর্গ’ নামের বিশেষ ক্লাসে বিজেপির সমস্ত সাংসদরা৷ কিন্তু হঠাৎই মন ভাল করা সুরেলা আওয়াজে গমগম করে উঠল ক্লাসরুম৷ ‘আকাশ কেন ডাকে…’ ‘ইয়ে সাম মাস্তানি…’র সুরে ৯০তম জন্মবার্ষিকীর একদিন আগেই সঙ্গীত সম্রাট কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন বিজেপির চার তরুণ সাংসদ৷ গায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এই গানে গলা মেলালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং দলের দুই নয়া সাংসদ অভিনেতা মনোজ তিওয়ারি ও রবি কিষণ৷

[ আরও পড়ুন: অর্থনীতিতে ‘দুরবস্থা’র জের, মোদিকে তীব্র আক্রমণ রাহুলের]

Advertisement

শনিবার সকালে ভিডিওটি টুইটারে পোস্ট করেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর৷ বোঝাতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, পুরো উদ্যমের সঙ্গে তাতে অংশগ্রহণ করার জন্য তাঁরা মুখিয়ে রয়েছেন৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের সেবায় কঠোর পরিশ্রম করতে তাঁরা প্রস্তুত৷ ভিডিওর শুরুতেই কিশোর কুমারের কথা উল্লেখ করেন মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ এরপরই সুর সম্রাটকে শ্রদ্ধা জানিয়ে ‘আকাশ কেন ডাকে…’ গানটি শুরু করেন তিনি৷ এবং এরপরই একই গান হিন্দিতেও গান তিনি৷ ‘ইয়ে সাম মাস্তানি’ গেয়ে ওঠেন৷ যাতে গলা মেলান বাকি তিন সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর, মনোজ তিওয়ারি ও রবি কিষণ৷ এরপর ‘জয় হিন্দ’ বলে ভিডিওটি শেষ করেন তাঁরা৷

[ আরও পড়ুন: মদ্যপ আইএএস আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত কেরলের সাংবাদিক ]

প্রসঙ্গত, শনিবার সংসদের লাইব্রেরি ভবনে দলীয় সাংসদদের বিশেষ ক্লাস নিয়ে অভ্যাস বদলের পাঠ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানান, দেরি করে দপ্তরে আসা চলবে না। সময়ের কাজ সময়েই করতে হবে। কোনও কাজ ফেলে রাখা চলবে না। সংসদের অধিবেশনে নিয়মিত অংশও নিতে হবে। সূত্রের খবর, এদিন রাজ্যসভা ও লোকসভার প্রায় সব বিজেপি নেতাই অভ্যাসবর্গে উপস্থিত ছিলেন। বন্ধ দরজার আড়ালে এই অনুষ্ঠানে সাংসদদের ব্যবহার, নিয়মানুবর্তিতা, সংসদের নিয়মনীতি এবং দলীয় আদর্শের শিক্ষা দেওয়া হয়। একইসঙ্গে দলের রুটিনে সবাই যাতে একসঙ্গে পা মেলান তা নিয়েও পরামর্শ দেওয়া হয়। আবার দলীয় নেতাদের কাজের মূল্যায়নও করা হয়। এছাড়া এ বছর লোকসভা নির্বাচনে যাঁরা প্রথম ভোটে জিতে সংসদে এসেছেন, তাঁরা কীভাবে দলের নীতি বুঝে জনসংযোগ বাড়াবেন তা নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

[ আরও পড়ুন: চলতি মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাংক! ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের ]

রবিবারও সাংসদদের ‘অভ্যাসবর্গ’ নামের এই বৈঠকে নিয়মানুবর্তিতার পাঠ দেওয়া হবে। সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত চলছে ক্লাস। রবিবার ক্লাস চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। শনিবার বক্তব্য রাখেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা। এদিন বিকেলে বক্তব্য রাখেন অমিত শাহ। এছাড়া সাংসদদের অকারণ মন্তব্য যাতে দলকে বিব্রত না করে সেই বিষয়ের উপরেও ক্লাসে জোর দেওয়া হবে। প্রজ্ঞা ঠাকুর, সাক্ষী মহারাজদের মতো সাংসদদের বিতর্কিত মন্তব্য ও আচরণের উদ্দেশ্যেও বিশেষ ক্লাস নেওয়া হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement