সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোরে কেঁপে উঠল শীতের চাদরে মোড়া রাজধানী৷ দিল্লি ও হরিয়ানার বেশ কিছু এলাকায় মৃদু কম্পন অনুভুত হয় এদিন৷ রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৪৷
ঘড়ির কাঁটায় তখন ভোর সাড়ে চারটে৷ ধোঁয়া আর দূষণে ভরা রাজধানীর তখনও ঘুম ভাঙেনি৷ ঠিক সেই সময় ভূমিকম্প অনুভুত হয় দিল্লি-সহ গুরগাঁও এবং গাজিয়াবাদে৷ প্রায় এক মিনিট ধরে কম্পন অনূভুত হয়৷ জাতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল দিল্লি-হরিয়ানা সীমান্ত৷ পাশাপাশি কম্পনের গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে জানা গিয়েছে৷ তবে এদিন ভোরের কম্পনে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
কম্পনের কারণে অনেক দিল্লিবাসীরই ভোরে ঘুম ভেঙে গিয়েছে৷ সোশ্যাল সাইটে নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.