Advertisement
Advertisement

Breaking News

প্রধানমন্ত্রী

কেন্দ্রের আর্থিক সাহায্য পেলেন না ৪ লক্ষ কৃষক, তদন্তের দাবি বিরোধীদের

অবিজেপি রাজ্যগুলি কৃষকদের নামই নথিভুক্ত করায়নি, অভিযোগ অরুণ জেটলির।

4.1 lakh failed transactions under PM-Kissan scheme
Published by: Subhajit Mandal
  • Posted:March 20, 2019 2:06 pm
  • Updated:March 20, 2019 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকের লেনদেনর সমস্যা। বাজেটে ঘোষিত কৃষকদের আর্থিক সাহায্যের প্রথম কিস্তি পৌঁছায়নি প্রায় ৪ লক্ষ ১০ হাজার কৃষকের অ্যাকাউন্টে। এই অভিযোগ তুলে সরকারকে কাঠগড়ায় তুলল সমাজবাদী পার্টি। পুরো ঘটনায় তদন্তের দাবি করেছেন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সপা সুপ্রিমোর অভিযোগ, সরকারের গাফিলতির জন্যই সাহায্য থেকে বঞ্চিত হতে হচ্ছে কৃষকদের।

[ধর্মস্থানকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না, দলগুলিকে নির্দেশ নির্বাচন কমিশনের]

অন্তর্বর্তী বাজেটে কেন্দ্র প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ঘোষণা করেছিল। তাতে কৃষকদের বছরে ছ’হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। যে সমস্ত মাঝারি ও ক্ষুদ্র কৃষকের দু’হেক্টর পর্যন্ত জমি রয়েছে, তেমন ১২ কোটি কৃষককে তিন কিস্তিতে এই টাকা দেওয়ার কথা। চলতি বছরের জন্য সরকার এই খাতে কুড়ি হাজার কোটি টাকা বরাদ্দও করেছে। ৭ মার্চ পর্যন্ত ২.১৮ কোটি কৃষককে ৪,৩৬৬ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Advertisement

বিরোধীদের অভিযোগ, অর্থমন্ত্রী মুখে এমন দাবি করলেও অন্তত ৪ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় থাকলেও তাঁরা সুবিধা পাননি। প্রথম কিস্তির ২ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এই অভিযোগ স্বীকার করে নিয়েছে সরকারপক্ষও। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “২ কোটি ৭৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তাঁর মধ্যে মাত্র ৪ লক্ষ ১০ হাজার কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।” তবে, ওই আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই এই সমস্যা মিটিয়ে আবার টাকা পাঠানো হবে। যদিও, বিরোধীরা এর মধ্যে ষড়যন্ত্র দেখছেন। সপা সুপ্রিমো অখিলেশের দাবি, যাঁরা যোগ্য তাঁরা টাকা পাচ্ছে না। অযোগ্যরা পেয়ে যাচ্ছে। দ্রুত তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।

[ভোটের আগে উত্তর-পূর্বে ধাক্কা বিজেপির, এক সপ্তাহে দল ছাড়লেন ২৫ নেতা]

এদিকে অরুণ জেটলি আবার পালটা দাবি করেছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য একজন কৃষককেও সার্টিফিকেট দেয়নি পশ্চিমবঙ্গ-সহ আরও তিন অবিজেপি রাজ্য। প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় কৃষকদের অ্যাকাউন্টে তাই প্রথম কিস্তির দু’হাজার টাকা দেওয়া যায়নি। জেটলি জানান, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য একজন কৃষককেও নথিভুক্ত করেনি। কর্ণাটক এখনও পর্যন্ত মাত্র ১৭ জনকে নথিভুক্ত করেছে। পাশাপাশি তিনি এই রাজ্য সরকারগুলির কাছে আরজি জানিয়েছেন, যাতে রাজনৈতিক লড়াইয়ের জেরে কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement