নন্দিতা রায়, নয়াদিল্লি: বিরোধী জোট শক্তিশালী হতেই আতঙ্কিত এনডিএ (NDA)-র শরিক জোটাতে ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি (BJP)। যেখান থেকে যাকে পাচ্ছে, এনডিএ-তে সামিল করে শরিক সংখ্যা বেশি দেখানোর উপর জোর দিচ্ছে। আর সেই বিষয়টি নিয়ে বিরোধী জোটের পালটা প্রচার হিসেবেও ব্যবহার করতে তৎপর গেরুয়া শিবির।
সোমবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানান, মঙ্গলবার রাজধানীর অশোকা হোটেলে এনডিএ-র বৈঠকে ৩৮টি দল উপস্থিত থাকবে। তবে, দলের নামের তালিকা প্রকাশ্যে আনেননি তিনি। পরে অবশ্য অংশগ্রহণকারী দলের নাম জানা যায় সূত্র মারফত। এদিন নাড্ডার মুখে কেন্দ্রের মোদি সরকারের ৯ বছরের সাফল্যের খতিয়ান উঠে এসেছে। সেই সঙ্গে দাবি করেছেন, এনডিএ তথা বিজেপি দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে।
এ প্রসঙ্গে অজিত পাওয়ারের মতো দুর্নীতির অভিযোগ থাকা নেতাদের এনডিএ-তে সামিল করা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাড্ডাকে। তখন সে প্রশ্ন কার্যত এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আইন তার নিজের পথেই চলবে, আমাদের নীতি, ভাবধারা মেনে যদি কেউ আসতে চায় আসতে পারেন, সবাই মিলে উন্নয়ন করতে হবে।” এদিনই নাড্ডার হাত ধরে আনুষ্ঠানিকভাবে এনডিএ’তে যোগ দিল চিরাগ পাসোয়ানের নেতৃত্বের লোক জনশক্তি পার্টি (পাশোয়ান)।
বিরোধীদের জোট প্রক্রিয়ায় চাপের মুখে পড়ে এনডিএ প্রসারিত করার হচ্ছে কিনা, এমন প্রশ্ন উঠতেই অবশ্য সাংবাদিক বৈঠক ‘সমাপ্ত’ ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে তার আগেই অবশ্য এনডিএ-র সঙ্গে তুলনা টেনে বিরোধী জোটকে নিশানা করে তিনি বলেন, বিরোধীদের কোনও নেতাও নেই, নীতিও নেই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই বলে সমালোচনা করেছেন বিজেপি সভাপতি। সঙ্গে বিরোধীরা নিজেদের দুর্নীতি আড়াল করতেই জোটবদ্ধ হয়েছে বলে কটাক্ষও করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.