Advertisement
Advertisement

কালো টাকা কাণ্ডে কড়া শাস্তির মুখে গুজরাতের ব্যবসায়ী

গুরু পাপে লঘু দণ্ড?

Rs 13,860 crore disclosure: Mahesh Shah might face three years in jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 5:12 pm
  • Updated:December 7, 2016 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিসাব বহির্ভূত ১৩ হাজার ৮৬০ কোটি টাকার মালিক আহমেদাবাদের ব্যবসায়ী মহেশ শাহর তিন বছরের জেল হতে পারে! আয়কর বিভাগের আধিকারিকদের কাছে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ইনকাম ডিক্লারেশন স্কিমের(আইডিএস) আওতায় সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে মহেশ শাহর৷

সূত্রের খবর, আইডিএস মোতাবেক কোনও ব্যক্তির কাছে কত টাকা রয়েছে, তার সঠিক হিসাব আয়কর বিভাগের কাছে জমা দিতে হয়৷ অন্যথায়, আয়কর নীতির ২৭৭ ধারার অধীনে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তিন মাস থেকে শুরু করে সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে অভিযুক্তর৷ সূত্রের খবর, আয়কর বিভাগের আধিকারিকদের কাছে জেরায় অসহযোগিতা করছেন শাহ৷ জানা গিয়েছে, জেরার সময় সেলিব্রিটিদের মতো হাবভাব করছেন শাহ৷ আরও তিন-চার দিন সময় চেয়েছেন তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য৷ তারপর আয়কর বিভাগের কর্তাদের ফোন করতে বলেছেন শাহ৷ ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্স পি সি মোদি জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করছেন না শাহ৷ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে৷ মাথার উপরে কোনও রাঘববোয়ালের হাত রয়েছে বলেই কি শাহের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, প্রশ্ন আয়কর বিভাগের কর্তাদের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement