Advertisement
Advertisement

৩৩ বছর আগে আজকের দিনেই সিয়াচেনের দখল নিয়েছিল ভারত

'জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন'৷

33 Years of 'Operation Meghdoot': A saga of Indian soldiers' bravery on Siachen glacier
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 10:48 am
  • Updated:October 9, 2019 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন’৷ সিয়াচেন হিমবাহে অতন্দ্র প্রহরায় দাঁড়িয়ে থাকা ভারতীয় জওয়ানদের দেখলে বারবার কবির এই পংক্তি মনে পড়ে যায়৷  মানব বসতি থেকে বিচ্ছিন্ন, শূন্যের নিচে তাপমাত্রা৷ প্রতি পদে ভয়ানক তুষারঝড় ও তুষারধসের মুখে প্রাণ হারানোর সম্ভাবনা৷ এই হচ্ছে ‘ভয়ানক সুন্দর’ সিয়াচেন হিমবাহ৷

[‘OMG! আকাশ থেকে মৃতদেহ এসে পড়ল হাসপাতালের ছাদে]

Advertisement

বেশ কয়েকবার সিয়াচেন দখলের চেষ্টা করেছে পাকিস্তান৷ যদিও প্রতিবার হারের মুখ দেখতে হয়েছে তাদের৷ ৩৩ বছর আগে ১৯৮৪ সালে আজকের দিনেই জম্মু ও কাশ্মীরের সিয়াচেন হিমবাহ দখল করতে ‘অপারেশন মেঘদূত’ শুরু করেছিল ভারতীয় সেনা৷ আজকের দিনেই ক্যাপ্টেন সঞ্জয় কুলকার্নির নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের জওয়ানরা সিয়াচেনে তেরঙ্গা তোলে৷ এর ফলে সমস্ত হিমবাহের দখল পায় ভারত৷ শুধু তাই নয়, সালট্রো সেতুবন্ধের তিনটি মুখ্য গিরিখাদ-সিয়া লা, বিলাফন্ড লা ও  গ্যং লা দখল করে ভারতীয় সেনা৷ সেই থেকে তিন দশক পার হয়ে গেলেও সিয়াচেন দখলে রাখতে চলছে ‘অপারেশন মেঘদূত’৷

[দিনে রেস্তরাঁ চালিয়ে, রাতে ডিজে হয়ে কামাল জাপানি বৃদ্ধার]

১৯৯৯ সালে সিয়াচেন থেকে ভারতীয় সেনার নজর ঘোরাতে কারগিলে যুদ্ধ শুরু করে পাক সেনা৷ তবে তাদের সেই পরিকল্পনা সফল হয়নি৷ ৭৪ কিলোমিটার দীর্ঘ সিয়াচেন হিমবাহ ভারতের পশ্চিমে কারাকোরাম রেঞ্জে অবস্থিত৷ প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার বরফে মোড়া ওই হিমবাহকে পাকিস্তানের হাত থেকে বাঁচাতে এ পর্যন্ত প্রাণ দিয়েছেন বহু জওয়ান৷

[পশ্চিমবঙ্গে তালিবানি রাজত্ব শুরু হয়ে গিয়েছে: দিলীপ ঘোষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement