সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় সাড়ে ১১ হাজার জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃতের সংখ্যাটাও বাড়ছে উদ্বেগজনক হারে।
325 deaths and 11,502 new #COVID19 cases reported in the last 24 hours. Total number of cases in the country now at 332424 including 153106 active cases, 169798 cured/discharged/migrated and 9520 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/9bFgKeqrRG
— ANI (@ANI) June 15, 2020
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৫০২ জন নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭৯৮ জন। এদিকে মৃতের সংখ্যাটাও উদ্বেগজনক হারেই বাড়ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৯ হাজার ৫২০।
বেশ কয়েকটি রাজ্যের করোনা চিত্র উদ্বেগ বাড়িয়ে তুলছে। এই তালিকায় সবার প্রথমে নাম মহারাষ্ট্রের। উদ্ধবের রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার মানুষ। তামিলনাড়ুতে আক্রান্ত সাড়ে ৪৪ হাজারের বেশি। তবে উদ্বেগের মধ্যে স্বস্তির চিত্র হল, আগের তুলনায় দেশে এখন করোনা পরীক্ষা অনেক বেশি হচ্ছে। আইসিএমআরের (ICMR) দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দেশে ১ লক্ষ ১৫ হাজার ৫১৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৫৭ লক্ষ ৭৪ হাজার ১৩৩ জনের।
Testing (Molecular based) update as on 15th June at 9 AM – total sample tested 57,74,133 and samples tested in last 24 hours 1,15,519: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/X59JLO7fjX
— ANI (@ANI) June 15, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.