Advertisement
Advertisement

Breaking News

gangrape

যোগীরাজ্যে ফের অনাচার, যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত চার মাদকাসক্ত

এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

32-year-old woman harassed by four drug addicts in Uttar Pradesh
Published by: Soumya Mukherjee
  • Posted:May 30, 2020 2:59 pm
  • Updated:May 30, 2020 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিনই মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে সংক্রমণ রুখতে ভারতে দীর্ঘদিন লকডাউন চলেছে। ফলে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম হলেও আশার আলো দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের অনেকের মতে, লকডাউন তুলে দেওয়ার পরেই পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করবে। কেউ কেউ বলছেন, ২০২০ সাল শেষ হওয়ার আগেই ভারতে প্রায় ৬৭ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবেন। এই সমস্ত জল্পনার মাঝেই এক যুবতীকে গণধর্ষণ করল চার মাদকাসক্ত। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোপীগঞ্জ থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ মে গোপীগঞ্জ থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা ৩২ বছরের ওই যুবতী বাড়ির কাছের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেসময় তাঁর উপর চড়াও হয় সনু বিন্দ, দীপক সিং, আচ্ছে লাল ও মাধব যাদব নামে স্থানীয় চার মাদকাসক্ত যুবক। তারপর যুবতীটিকে লাগাতার ধর্ষণ করার পাশাপাশি ওই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে রাখে। আর ঘটনাস্থল থেকে পালানোর সময় বিষয়টি কাউকে বললে তাঁকে ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকি দেয়। এমনকী ধর্ষণের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করারও হুমকি দেয়।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের কড়া নজরে ১৩টি বড় শহর! সোমবার থেকেই বাড়তে পারে লকডাউনের মেয়াদ ]

এই ভয়ে বেশ কয়েকদিন কাউকে কিছু বলেননি ওই যুবতী। পরে স্বামীকে সব ঘটনার কথা খুলে বললে তিনি তাঁকে নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান। শুক্রবার এফআইআর দায়ের হওয়ার পরেই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। নির্যাতিতাকেও শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার লোকদের কাছ থেকে জানা গিয়েছে, ওই চার যুবক এলাকায় মাদকাসক্ত হিসেবেই পরিচিত। তবে এর আগে কোনওদিন ধর্ষণের মতো কোনও অপরাধ করেনি।

[আরও পড়ুন: বিতর্ক এড়ানোর চেষ্টা! বর্ষপূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সাফল্যের তালিকায় উল্লেখ নেই CAA’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement