Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

দেখা হল না ‘গদর ২’, প্রেক্ষাগৃহের সিঁড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি যুবককে।

32 year old man dies of heart attack on reaching cinema hall in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2023 1:07 pm
  • Updated:August 28, 2023 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা দেখতে গিয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক যুবকের। সানি দেওয়াল-আমিশা প্যাটেল অভিনীত হিট ছবি ‘গদর ২’ দেখতে গিয়েছিলেন তিনি। যদিও পছন্দের ছবি আর দেখা হল না। স্থানীয় প্রেক্ষাগৃহের সিঁড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অষ্টক তিওয়ারি। ঘটনাটি ঘটেছে কৃষক মৃত্যুতে শিরোনামে আসা যোগীরাজ্যের লখিমপুর খেরিতে। গোটা ঘটনা ধরা পড়েছে প্রেক্ষাগৃহের সিসি ক্যামেরায়। সন্ধে ৭টা বেজে ৫০ মিনিট নাগাদ আচমকাই হলে ঢোকার মুহূর্তে জ্ঞান হারিয়ে সিঁড়িতে পড়ে যান অষ্টক। কারও সঙ্গে ফোনে কথা বলতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে’, হিন্দু মহাসভার প্রধানের দাবি ঘিরে শোরগোল]

সেই সময় আশপাশে থাকা লোকজন যুবককে সাহায্য করতে এগিয়ে আসেন। ছুটে আসেন প্রেক্ষগৃহের কর্মীরাও। দ্রুত তাঁকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে মৃত্যু হয়েছে যুবকের। অষ্টকের ফোনের মাধ্যমেই খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। অন্যদিকে পুলিশেও খবর দেওয়া হয়। লখিমপুর খেরির এএসপি নৈপাল সিং জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে সিসিটিভি ফু়টেজ খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ফ্রান্সের সরকারি স্কুলে এবার নিষিদ্ধ হতে চলেছে মুসলিম ছাত্রীদের আবায়া পরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement