সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হলেন প্রায় ৩৫ জন৷ কেরলের সবরিমালা মন্দিরে ঘটেছে এই দুর্ঘটনা৷ আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷
রবিবার বিকেলে বার্ষিক পূজার জন্য মন্দির চত্বরে জমা হয়েছিলেন বহু পুণ্যার্থী৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিড় সামলাতে দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল৷ সেই দড়ি জড়িয়ে বেশ কিছু মানুষ পড়ে যান৷ সেই হুড়োহুড়িতেই এই দুর্ঘটনা ঘটে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কেরলের মন্দির বিষয়ক মন্ত্রী কাদাকাম্পাল্লি সুরেন্দ্রন জানান, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহণ করবে রাজ্য সরকার৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে৷ পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷
পাহাড়ি এই মন্দিরে এর আগেও বেশ কয়েকবার প্রায় একইভাবে দুর্ঘটনা ঘটেছিল৷ ২০১১ সালে পদপিষ্ট হয়ে শতাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল৷ বারবার এমন দুর্ঘটনার জন্য কেরালা সরকারের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.