Advertisement
Advertisement
Gujarat Accident

গুজরাটে ভয়ংকর দুর্ঘটনা, মচ্ছু নদীতে ভেঙে পড়ল কেবল ব্রিজ, মৃত কমপক্ষে ৩২

রাজ্যে মোদির সফর চলাকালীন দুর্ঘটনা।

32 Died after a Cable bridge collapsed in Machchhu river of Gujarat | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 30, 2022 7:36 pm
  • Updated:October 31, 2022 1:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা গুজরাটে (Gujarat)। রাজ্যের মোরবি জেলার মচ্ছু নদীতে ভেঙে পড়ল একটি কেবল ব্রিজ (Cabel Bridge)। ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে। বেশ কিছু মানুষ নদীতে তলিয়ে গিয়েছে বলে আশঙ্কা। মেরামতির চার দিনের মধ্যে বিপত্তি হয় ব্রিজটিতে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতের সংখ্যা অসংখ্য। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হচ্ছে।

বর্তমানে গুজরাট সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৫০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।

Advertisement

[আরও পড়ুন: উৎসব শেষে সুপ্রিম কোর্টে CAA সংক্রান্ত মামলা, দুশোর বেশি আবেদনের শুনানি সোমবার]

এদিকে দুর্ঘটনায় বহু শিশু ও মহিলাদেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেকেরই জলে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারনা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। জোর কদমে উদ্ধারকাজ চালানোর পরেও এখনও ১০০ জন মানুষ ব্রিজটিতে আটকে রয়েছেন। জানা গিয়েছে, শুরুতে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

[আরও পড়ুন: দুর্ঘটনায় পোষ্যের মৃত্যুতে ‘ব়্যাশ ড্রাইভিং’-এর মামলা বিবেচিত নয়, জানাল কর্ণাটক হাই কোর্ট

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের রাজ্যের ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে খবর নিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলের (Bhupendrabhai Patel) থেকে। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। পাশাপাশি ঘোষণা করেছেন আর্থিক সাহায্য। দুর্ঘনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করবে প্রধানমন্ত্রীর দপ্তর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement