সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪-র সেপ্টেম্বর মাস৷ রাষ্ট্রসংঘে দেওয়া ভাষণে প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মূলত মোদির অনুরোধেই গত বছর রাষ্ট্রসংঘ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে৷
তাঁর প্রস্তাবে সাড়া দিয়ে গোটা বিশ্বজুড়ে মানুষ যে এভাবে বিপুল উৎসাহের সঙ্গে যোগ দিবস পালনে এগিয়ে আসবেন সেটা তিনি নিজেও ভাবেননি৷ মঙ্গলবার দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে৷ তার দু’দিন আগে এক ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন মোদি৷ দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার ৫৭ সদস্য অংশ নেবেন৷ শুধু এদেশেই নয়, বিশ্বজুড়েই যোগ দিবস পালনের প্রস্তুতি চলছে জোরকদমে৷ মহড়া চলছে ইউরো, আমেরিকার বিভিন্ন শহরে৷
মঙ্গলবার প্রায় সব কেন্দ্রীয় মন্ত্রীই বিভিন্ন রাজ্যে যোগ দিবস পালনের অনুষ্ঠানে যোগ দেবেন৷ মোদি নিজে চণ্ডীগড়ে ক্যাপিটল কমপ্লেক্সে হাজারো মানুষের সঙ্গে দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন, নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী, সংসদীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভি-সহ ১০ কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন উত্তরপ্রদেশে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর কানপুরে, নগরোন্নয়নমন্ত্রী এম বেঙ্কাইয়া নায়ডু দিল্লিতে যোগ দিবস পালনের অনুষ্ঠানে যোগ দেবেন৷ বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল ছত্তিশগড়ের রায়পুরে এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা থাকছেন আমেদাবাদে৷
রাষ্ট্রসংঘ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার পর ১৯০টিরও বেশি দেশ ওই প্রস্তাব সমর্থন করে৷ যার মধ্যে ৪০টি ইসলামি রাষ্ট্রও রয়েছে৷ রাজস্থানের যোধপুরে তিন হাজারেরও বেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে এবার যোগ দিবস পালন করবেন যোগগুরু রামদেব৷ রাজস্থানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফের শিবিরে উপস্থিত থাকবেন রামদেব৷ বাহিনীর জওয়ানদের নিয়ে ভোরেই যোগ দিবস পালন করবেন৷
বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি-র মতো বিভিন্ন বাহিনীর ৩০ হাজারেরও বেশি সদস্য মঙ্গলবার যোগ দিবস পালনের অনুষ্ঠানে অংশ নেবেন৷ শ্রীনগর, জম্মু, শিমলা, লখনউ, পাটনা, হায়দরাবাদ, দিল্লি, কলকাতা, গুয়াহাটি, শিলং প্রভৃতি স্থানে যোগ দিবস পালিত হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.