Advertisement
Advertisement
জঙ্গি

ভারতকে রক্তাক্ত করার ছক, অনুপ্রবেশের জন্য তৈরি ৩০০ আত্মঘাতী পাক জঙ্গি

সেনাঘাঁটিগুলিকে চরম সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

300 Pakistani terrorist ready to infiltrate India, says report
Published by: Monishankar Choudhury
  • Posted:April 27, 2020 8:57 am
  • Updated:April 27, 2020 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করলেও পাকিস্তানরর স্বভাব পালটাতে পারেনি করোনা ভাইরাসও। এই মহামারির আবহেও ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে পড়শি দেশটি। সদ্য এক গোয়েন্দা রিপোর্টে সতর্ক করা হয়েছে যে ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি ৩০০ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি।

[আরও পড়ুন: ‘ভেদাভেদ ভুলে সবাইকে সাহায্য করুন’, স্বয়ংসেবকদের কাছে আবেদন মোহন ভাগবতের]

সেনা সূত্রে খবর, সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের অধীন শ্রীনগরের দপ্তর থেকে রাজধানী দিল্লিতে সেনার সদর দপ্তরে যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে উল্লেখ রয়েছে, নর্দার্ন কমান্ডের অধীন রাষ্ট্রীয় রাইফেলসের ১৫ নম্বর কোরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু বিভিন্ন সেনাঘাঁটিগুলিকে চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ৩০০ জঙ্গিকে অন্তত ১৬টি লঞ্চপ্যাডে নিয়ে এসেছে পাক সেনা। এদের সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকিয়ে দিতে মরিয়া চেষ্টা চালাবে পাক সেনার বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট। বালুচ রেজিমেন্টের বাছাই করা জওয়ানরা নিয়ন্ত্রণরেখার ওপারে লঞ্চ প্যাডগুলি পাহারা দিচ্ছে। কাশ্মীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিতেও চেষ্টা করবে ওই জঙ্গিরা।

Advertisement

ভারতীয় সেনাবাহিনীর হিউমিন্ট বা হিউম্যান ইন্টেলিজেন্স এবং টেকইন্ট বা টেকনিকাল ইন্টেলিজেন্স মারফত পাকা খবর এসেছে, করোনা আক্রান্ত জঙ্গিদেরই বাছাই করে আত্মঘাতী হামলা চালাতে লঞ্চ প্যাডগুলিতে জড়ো করা হয়েছে। ফলে এই জঙ্গিদের জীবিত ধরা বা জেরা করাটা সেনাবাহিনীর কাছে সবচেয়ে ঝুঁকির হবে। কারণ নিজেরা সংঘর্ষে না মরলে ভারতীয় সেনাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়াটাই হবে এই জঙ্গিদের প্রধান লক্ষ্য। এদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, নবগঠিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) জঙ্গিরা রয়েছে।

পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরেই হয়েছে পাকিস্তানের সেনার তৈরি করোনা রোগীদের ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে পাকিস্তানের সেনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখিয়েছে। পাকিস্তানের বিভিন্ন শহর থেকে ট্রাকে গাদাগাদি করে এনে করোনা রোগীদের ছাড়া হচ্ছে মিরপুরে। এখন সেখানে রয়েছেন হাজার খানেকেরও বেশি করোনা রোগী। এঁদের চিকিৎসার কোনও পরিকাঠামোই করেনি পাক সরকার। এঁরা ধুঁকছেন। কিন্তু এঁদের সংস্পর্শেই করোনা পজিটিভ হয়েছে সেখানে ঘাঁটি গেড়ে থাকা আত্মঘাতী জঙ্গিরা। এই করোনা আক্রান্ত ‘বাছাই করা’ আত্মঘাতী জঙ্গিদেরই অনুপ্রবেশের জন্য লঞ্চ প্যাডগুলিতে জড়ো করা হয়েছে।

[আরও পড়ুন: ‘শরীর কেমন আছে?’ ফোনের ওপারে প্রধানমন্ত্রীর গলা শুনে আপ্লুত রাজ্যের বিজেপি নেতারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement