Advertisement
Advertisement

Breaking News

রাতে প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে পুরুষাঙ্গ কেটে দিল যুবতী

নৃশংস!

30-yr-old nurse bobbitises her molester in Ludhiana

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2018 5:08 pm
  • Updated:May 27, 2018 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার বিয়ের প্রস্তাব না মানার অপরাধে চূড়ান্ত মাশুল এভাবে গুনতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ২২ বছরের যুবক৷ অভিযোগ, প্রাক্তন প্রেমিককে রাতে বাড়িতে যৌন নির্যাতনের পর যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ বছর ৩০-এর প্রেমিকার বিরুদ্ধে৷ পরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভরতি করা হয়৷ গত শুক্রবার রাতের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে লুধিয়ানার একতা কলোনি এলাকায়৷

অভিযোগ, অমরজিত কুমার নামে ওই যুবক একটি মুদি দোকানের মালিক৷ অভিযোগ, এদিন রাতে নিজের ভাড়াবাড়িতে অমরজিতকে ডাকেন সদ্য স্বামী খোয়ানো প্রাক্তন প্রেমিকা৷ বন্ধ ঘরে প্রেমিককে ডেকে প্রথমে যৌন নির্যাতন ও পরে যৌনাঙ্গ কেটে বাড়ি ফেরতে পাঠানোর অভিযোগ উঠল পেশায় নার্স ওই মহিলার বিরুদ্ধে৷ এই ঘটনার জানাজানি হতেই যুবকের পরিবারের তরফে মামলা দায়ের করা হয়৷

Advertisement

[জিনিসের ভারে নুয়ে পড়ছেন ডেলিভারি বয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অমানবিক ছবি]

অমরজিতের বাবা সুদামা মাহাতোর অভিযোগের ভিত্তিতে ওই নার্সের বিরুদ্ধে ৩২৬ (ইচ্ছাকৃতভাবে অস্ত্র দিয়ে আঘাত করা), ৩২৮ (বিষক্রিয়া ঘটিয়ে হত্যা করা), ৩২৪ (অপরাধমূলক ষড়যন্ত্র), ১৪৮ (অস্ত্র মজুত রাখা) ও ১৪৯ (বেআইনি কার্যকলাপ) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে৷

সুদামা মাহতো জানান, তাঁর ছেলে অমরজিত কুমারের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল অভিযুক্ত নার্সের৷ অভিযোগ, ওই মহিলার স্বামী আগেই খুন হন৷ তার পর থেকে অমরজিতকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই মহিলা৷ কিন্তু, ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায দায়ের করেন ওই মহিলা৷ মহিলার নেকনজর থেকে ছেলেকে বাঁচাতে বিহারের গ্রামের বাড়িতে পাঠানো হয় ওই যুবকে৷ দিন দুয়েক আগে লুধিয়ানা ফেরেন ওই যুবক৷

[OMG! পঞ্চায়েত ভোটের প্রচারে বিরাট কোহলি!]

মাহাতো পুলিশকে জানান, শুক্রবার রাতে ওই যুবককে ভাড়া বাড়িতে ডাকেন ওই মহিলা৷ গল্প করার ছলে ওই যুবকের খাবারে মাদক খাইয়ে বেহুঁশ করে দেওয়া হয়৷ অভিযোগ, এরপর ওই যুবককে ধরে শারীরিক নির্যাতনের পর ইনজেকশন দেওয়া হয়৷ কয়েক ঘণ্টার পর চেতনা ফিরতেই ওই যুবক দেখেন, তাঁর যৌনাঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ ওই অবস্থায় কোনওক্রমে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারকে জানান ওই যুবক৷ তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে৷ পুলিশ জানিয়েছে, গোটা তদন্ত শুরু করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement