Advertisement
Advertisement
COVID vaccine

আগামী বছরের জুলাই-আগস্টের মধ্যেই ভ্যাকসিন পাবেন ৩০ কোটি ভারতীয়, দাবি স্বাস্থ্যমন্ত্রীর

২০২১-এর মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে কোভিডের প্রতিষেধক চলে আসবে বলে দাবি তাঁর।

30 Crore people to ‌‌‌be vaccinated by August 2021, says health minister | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 1, 2020 9:54 am
  • Updated:December 1, 2020 9:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের আগস্ট মাসের মধ্যে অন্তত ৩০ কোটি ভারতীয়কে কোভিড ভ্যাকসিন (COVID vaccine) দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এমনই। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) এ কথা জানিয়েছেন। তবে তার পাশাপাশি দেশে করোনা (Coronavirus) সংক্রমণের বাড়বাড়ন্ত কড়া হাতে প্রতিহত করতে যে জরুরি স্বাস্থ্যবিধিও অক্ষরে অক্ষরে মেনে চলা প্রয়োজন, সে কথাও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। যিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যানও বটে।

সোমবার পুরনো দিল্লি রেল স্টেশনের কাছে জনগণকে মাস্ক এবং সাবান বিলি করেন হর্ষ বর্ধন। সেখানেই সাংবাদিকদের তিনি জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই দেশে কোভিডের প্রতিষেধক চলে আসবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যা সম্ভাবনা, আগামী বছরের প্রথম তিন-চার মাসের মধ্যেই আমরা দেশবাসীর জন্য কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারব। আমাদের পরিকল্পনা হল, জুলাই-আগস্টের মধ্যে ২৫-৩০ কোটি মানুষের টিকাকরণের ব্যবস্থা করা। আমরা সেই মতোই প্রস্তুতি নিচ্ছি।’’ সেই সঙ্গে সকলকে কোভিড বিধি মেনে চলারও আরজি জানান তিনি। তাঁর কথায়, ‘‘প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পরুন, জমায়েত এড়ান, দূরত্ব বজায় রাখুন।”

Advertisement

[আরও পড়ুন: শিব সেনায় যোগ দিচ্ছেন না, জল্পনা উড়িয়ে জানালেন উর্মিলা মাতন্ডকর]

এদিকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্র। বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী শুক্রবারই বৈঠক হওয়ার কথা। সংসদের দুই কক্ষের বিরোধী দলনেতাদের বৈঠকে ডাকা হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ১১৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে অনেকটা কম। মৃত্যু হয়েছে ৪৮২ জনের।  দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ লক্ষের সীমা পেরিয়ে গিয়েছে। মৃতের মোট সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন  ৪১ হাজার ৯৮৫ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে হল ৮৮ লক্ষ ৮৯ হাজার ৫৮৫ জন। দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ৪ লক্ষ ৩৫ হাজার ৬০৩ জন।।

[আরও পড়ুন : কোভিড সংক্রমণ রুখতে কেন্দ্রের নয়া নির্দেশিকা, বন্ধ বিশেষ এলাকার সমস্ত বাজার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement