সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগী আদিত্যনাথের গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে মৃত্যু হল কমপক্ষে ৩০ শিশুর। গত কয়েক দিন ধরে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে অক্সিজেনের জোগান ঠিকমতো ছিল না। তার ফলেই এই মৃত্যুমিছিল। দু’দিন আগে ওই হাসপাতালে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে এই অব্যবস্থায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। তিন দিনের মধ্যে এতগুলি একরত্তি শিশুর মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা ছড়ায়।
এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে বেশ কিছু শিশু ভর্তি হয়। অভিযোগ, চিকিৎসকের অভাবে প্রাথমিকভাবে শিশুদের চিকিৎসা পর্যন্ত শুরু করা যায়নি। পরে চিকিৎসা শুরু হলেও দেখা যায় অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। যে সংস্থার থেকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন নিত তারা সরবরাহ বন্ধ করে দেয়। ৬৬ লক্ষ টাকা বকেয়া থাকায় ওই সংস্থা অক্সিজেন পাঠাতে অস্বীকার করে। এর জেরে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩০টি শিশুর মৃত্যু হয়। অব্যবস্থার খবর পেয়ে গোরক্ষপুরের হাসপাতালে গত পরশু দিন গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরও পরিস্থিতি এতটুকু বদলায়নি।
গোরক্ষপুর যোগীর নির্বাচনী কেন্দ্র। এই এলাকা থেকে তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় পরপর শিশুমৃত্যুতে লেগেছে রাজনৈতিক রং। বিরোধী সমাজবাদী পার্টি, কংগ্রেস একযোগে যোগী প্রশাসনকে আক্রমণ করেছে। তাদের অভিযোগ, প্রশাসনের অপদার্থতায় এতগুলি শিশু অকালে মারা গেল। যারা এখনও ওই হাসপাতালে রয়েছে তাদের জন্য দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছে বিরোধীরা। এতগুলো শিশুর মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা। এই পরিস্থিতিতে অনেকেই তাদের বাচ্চাকে অন্যত্র নিয়ে যেতে চাইছেন। তবে এই ঘটনায় দায় না নিয়ে অক্সিজেন সরবরাহকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে দায় এড়াতে চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.