Advertisement
Advertisement

স্কুল বাসে যৌন হেনস্তা, আতঙ্কে সাড়ে তিন বছরের খুদে পড়ুয়া

ফেরার অভিযুক্ত বাসচালক৷

 3-year-old girl molested in school bus in Noida

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 27, 2018 10:08 am
  • Updated:October 27, 2018 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন বাড়ছে যৌন হেনস্তার ঘটনা৷ কখনও বিকৃত লালসার শিকার হচ্ছেন শতর্ধ্বো মহিলা, আবার কখনও শিশুরাও৷ এবার স্কুলবাসেই যৌন নির্যাতনের শিকার হল সাড়ে তিন বছরের এক খুদে পড়ুয়া৷  ঘটনাস্থল গ্রেটার নয়ডা৷ 

[সবরীমালা ইস্যুতে কেরলে জারি পুলিশি ধরপাকড়, গ্রেপ্তার ১৪০০ বিক্ষোভকারী]

গ্রেটার নয়ডার সেক্টর ৭০-র একটি বেসরকারি স্কুলের নার্সারিতে পড়ে সাড়ে তিন বছরের ওই শিশুটি৷ বাবা এবং মা দুজনই কর্মরত হওয়ায় স্কুল বাসে করেই বাড়ি ফিরত সে৷ অন্যান্য দিনের মতো শুক্রবারও স্কুল থেকে বাসে করে বাড়ির সামনে ছেড়ে দেওয়া হয় শিশুটিকে৷ সেখানেই দাঁড়িয়েছিলেন ছাত্রীর বাবা৷ বাবাকে দেখেই কান্নাকাটি শুরু করে ওই খুদে পড়ুয়া৷ প্রথমে কিছুই বলতে চায়নি শিশুটি৷ অভিযোগ, বেশ কিছুক্ষণ পর বাবাকে জানায় বাসেই তার অন্তর্বাস খোলে চালক৷ গোপনাঙ্গে অশ্লীলভাবে স্পর্শ করে বলেও অভিযোগ ওই ছাত্রীর৷ স্কুলবাসের এই ঘটনার কথা ফোনে স্ত্রীকে জানান শিশুর বাবা৷ অফিস থেকে ফিরে আবারও ঘটনার কথা মেয়েকে জিজ্ঞাসা করেন ওই মহিলা৷ সেই সময় বাসচালকের বিরুদ্ধে একই অভিযোগ করে শিশুটি৷ নিজেদের মোবাইলে শিশুর বয়ান রেকর্ড করেন তাঁর বাবা-মা৷ ওই বয়ান রেকর্ডে বাধা দেয় শিশুটি৷ সে জানায়, ঘটনার কথা বাড়িতে জানালে চালক মারধর করবে বলেও হুমকি দিয়েছে তাকে৷ বাসে এই ভয়ংকর অভিজ্ঞতার পর থেকে আর স্কুল যেতে চাইছে না ওই খুদে পড়ুয়াটি৷ এখনও আতঙ্কে ভুগছে সে৷

Advertisement

[নাম না করে প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ জিগনেশের]

শিশুর বাবা-মা স্কুলে যান৷ প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষিকাদের কাছে স্কুল বাসচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন তাঁরা৷ এই ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেই আশ্বাস দেন ওই স্কুলের প্রিন্সিপাল৷ এই ঘটনায় সুরজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এসপি বিনিত জয়সওয়াল বলেন, ‘‘সুরজপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এ, ৩৭৬বি ধারায় মামলা রুজু করা হয়েছে৷’’ শিশুটিকে স্থানীয় হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, এই ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত ওই স্কুল বাসচালক৷ তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement