সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পানীয় জলের নলকূল খুঁড়তে গিয়ে ঘটল বিপত্তি। ১১০ ফুট গভীর গর্তে পড়ে গেল তিন বছরের এক শিশুকন্যা। দুর্ঘটনা পর ২৪ ঘণ্টা কাটতে চলল। এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারকারীরা জানিয়েছেন, শিশুটি এখনও বেঁচে আছে। গর্তে নিচে অক্সিজেন পাঠানো হয়েছে। সিসিটিভি মাধ্যমে শিশুর উপর নজর রাখছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। দুর্ঘটনাটি ঘটেছে বিহারের মুঙ্গেরে।
[ দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক]
শিশুটির নাম সান্নু। তার দাদু উমেশ নন্দন থাকেন মুঙ্গেরে-র মুর্গিয়াচক এলাকায়। দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল বছর তিনেকের শিশুটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে যখন বাড়ির সামনে উঠোনে খেলা করছিল সান্নু, তখন পাশেই গভীর নলকূপ খোঁড়ার কাজ চলছিল। খেলতে খেলতে আচমকাই নলকূপের গর্তে পড়ে যায় সে। গর্তটি প্রায় ১১০ ফুট গভীর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। এখনও উদ্ধার করা না গেলেও, সান্নু বেঁচে আছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। বিহার বিপর্যয় মোকাবিলা দলের অধিকর্তা সঞ্জীব কুমার বলেন, ‘আমার নিচে অক্সিজেন পাঠিয়েছি। শিশুটির নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভ টিভির সাহায্যে শিশুটি উপর নজর রাখা হচ্ছে।’ আর ঘন্টা চারেকের মধ্যে তাকে উদ্ধার করা যাবে বলে আশা করছেন উদ্ধারকারী।
কিন্তু, যদি সান্নু গর্তের আরও গভীরে চলে যায়, তাহলে কী হবে? বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা জানিয়েছেন, গর্তের যে জায়গায় সান্নু এখন রয়েছে, সেই জায়গাটি রড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তাই আরও গভীরে পড়ে যাওয়ার আশঙ্কা নেই। এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পরিদর্শন করে গিয়েছে পুলিশ সুপার, বিডিও-সহ জেলা ও ব্লক প্রশাসনের পদস্থ আধিকারিকরা। গত বছরের ডিসেম্বরে একই ঘটনা ঘটেছিল ওড়িশায়। আঙ্গুল জেলায় একটি অব্যবহৃত নলকূপে পড়ে গিয়েছিল বছর তিনেকের এক শিশুকন্যা। সেবারও খেলতে গিয়েই ঘটেছিল বিপত্তি। শেষপর্যন্ত, ওই শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।
Rescue operations underway for a 3-year-old girl who is stuck in a 110 feet borewell in Munger since yesterday afternoon. DIG Jitendra Mishra says, ‘SDRF (State Disaster Response Force) team has dug up to 40 feet. The girl is safe’. #Bihar pic.twitter.com/weSJUrpuzC
— ANI (@ANI) 1 August 2018
[ বিয়ের প্রস্তাবে রাজি হয়নি পাত্রীপক্ষ, হতাশায় আত্মঘাতী জওয়ান]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.