Advertisement
Advertisement
Bihar

খেলতে খেলতে অসতর্কতায় ৪০ ফুট কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু!

দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

3-year-old falls into 40-feet borewell in Bihar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 23, 2023 3:49 pm
  • Updated:July 23, 2023 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে খেলতে অসতর্কতায় ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৩ বছরের এক শিশু! বিহারের (Bihar) নালন্দায় কুল গ্রামে ঘটেছে এই ঘটনা। তাকে উদ্ধার করতে সেখানে হাজির হন উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের চেষ্টায় শিবম নামের শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার গলার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে।

ঘটনাস্থল থেকে এক পুলিশ অফিসার জানিয়েছেন, ”আমরা খবর পেয়েছিলাম একটি শিশু কুয়োয় পড়ে গিয়েছে। তারপর থেকে শিশুটিকে উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে। শিশুটি এখনও জীবন্ত, আমরা ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: অনলাইন জুয়ার ফাঁদ! ৫ কোটি জিতে ৫৮ কোটি খোয়ালেন ব্যবসায়ী, পলাতক প্রতারক]

শিবমের মা জানিয়েছেন, তিনি খেতে কাজ করতে গিয়েছিলেন। তাঁর ছেলে কাছেই খেলা করছিল। কিন্তু আচমকাই পা ফসকে সে পড়ে যায় ওই দীর্ঘ কুয়োয়। জেসিবি মেশিনের সাহায্যে মাটির নিচে আটকে থাকা শিশুটিকে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। মেডিক্যাল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।

জানা যাচ্ছে, এক কৃষক মাটি খুঁড়ে ওই কুয়োটি (Borewell) তৈরি করলেও পরে আর সেটিকে বুজিয়ে দেয়নি। আর তাতেই ঘটে গেল অঘটন। শিবমের মা ও বাবাকে খবর দেয় তার খেলার সঙ্গী। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: হিমাচলে দুর্যোগের বলি আরও ৭, একটানা বৃষ্টিতে গুজরাটে ডুবে মৃত্যু অন্তত তিন জনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement