সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলতে খেলতে অসতর্কতায় ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৩ বছরের এক শিশু! বিহারের (Bihar) নালন্দায় কুল গ্রামে ঘটেছে এই ঘটনা। তাকে উদ্ধার করতে সেখানে হাজির হন উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের চেষ্টায় শিবম নামের শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার গলার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে।
ঘটনাস্থল থেকে এক পুলিশ অফিসার জানিয়েছেন, ”আমরা খবর পেয়েছিলাম একটি শিশু কুয়োয় পড়ে গিয়েছে। তারপর থেকে শিশুটিকে উদ্ধার করার সবরকম চেষ্টা চলছে। শিশুটি এখনও জীবন্ত, আমরা ওর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি।”
শিবমের মা জানিয়েছেন, তিনি খেতে কাজ করতে গিয়েছিলেন। তাঁর ছেলে কাছেই খেলা করছিল। কিন্তু আচমকাই পা ফসকে সে পড়ে যায় ওই দীর্ঘ কুয়োয়। জেসিবি মেশিনের সাহায্যে মাটির নিচে আটকে থাকা শিশুটিকে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। মেডিক্যাল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।
জানা যাচ্ছে, এক কৃষক মাটি খুঁড়ে ওই কুয়োটি (Borewell) তৈরি করলেও পরে আর সেটিকে বুজিয়ে দেয়নি। আর তাতেই ঘটে গেল অঘটন। শিবমের মা ও বাবাকে খবর দেয় তার খেলার সঙ্গী। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.