প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে বাড়ির বাইরেই খেলছিল বছর তিনেকের শিশুটি। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আর তার খোঁজ মিলছিল না। বহু খোঁজাখুঁজির পরও শিশুটির হদিশ পায়নি পরিবার। খবর দেওয়া হয় থানায়। পুলিশও এসে বহু খোঁজাখুঁজি করে। অবশেষে আশপাশে তল্লাশি চালাতে গিয়ে প্রতিবেশী এক মহিলার ওয়াশিং মেশিনে চোখ যায় পুলিশের। সেটার মধ্যেই শিশুটির নিহর দেহ দেখা যায়। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায়। মৃত শিশুর নাম সঞ্জয়। স্থানীয় সূত্রে খবর, সঞ্জয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল অভিযুক্ত বছর পঁয়ত্রিশের মহিলার। এদিন খেলতে খেলতে হঠাৎই বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায় সঞ্জয়। বহু খোঁজাখুঁজির পর পুলিশের দ্বারস্থ হন পরিজনরা। সঞ্জয়ের বাড়ির উলটোদিকেই ওই মহিলার বাড়ি। সঞ্জয়ের খোঁজে পুলিশ তাঁর বাড়িতে যায় । সেখানে গিয়ে ওয়াশিং মেশিনের দিকে পুলিশের নজর পড়তেই অস্বস্তিতে পড়ে যান অভিযুক্ত মহিলা। এর পর পুলিশ মেশিনটি খুলতেই তার ভিতর ছোট্ট সঞ্জয়ের দেহ দেখতে পাওয়া যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে।
এই ঘটনা নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার সঙ্গে মৃত শিশুর পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। কয়েক বছর আগে নিজের সন্তানকেও হারান ওই মহিলা। এর পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই জানা যাবে কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। জমি বিবাদের জেরে এই খুন হয়েছে কি না তা জানতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.