Advertisement
Advertisement

Breaking News

TMC MP

অতিশীর পাশে সাগরিকা-মহুয়ারা, AAP মন্ত্রীর অনশনে TMC প্রতিনিধি দল

দিল্লি-র জল সমস্যা নিয়ে অনশন করছেন আপের মন্ত্রী অতিশী।

3 TMC MP at Delhi's Water Minister Atishi's indefinite hunger strike

AAP মন্ত্রীর অনশনে TMC প্রতিনিধি দল। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:June 24, 2024 10:39 pm
  • Updated:June 24, 2024 10:40 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: দিল্লি-র জল সমস্যা নিয়ে অনশন করছেন আপের মন্ত্রী অতিশী। তাঁকে সমর্থন জানাতে সোমবার সন্ধেয় তৃণমূলের তিন মহিলা সাংসদ দেখা করলেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভায় তৃণমূলের উপ দলনেতা সাগরিকা ঘোষ, লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এবং প্রতিমা মণ্ডল। ইন্ডিয়া জোটে শরিক দল আপের সঙ্গেও তৃণমূলের সম্পর্ক অত্যন্ত মধুর। এদিন তাদের মন্ত্রীর অনশনে প্রতিনিধি দল পাঠিয়ে তা আরও একবার স্পষ্ট করে দিল ঘাসফুল শিবির।

উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় ধরে জলের আকাল শুরু হয়েছে রাজধানীতে। দীর্ঘক্ষণ জলের লাইনে দাঁড়িয়েও জল পাচ্ছেন না সাধারণ মানুষ। জায়গায় জায়গায় জলের ট্যাঙ্ক পাঠিয়ে জলের যোগান দেওয়ার চেষ্টা চলছে ঠিকই তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। সমস্যার সমাধানে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার। এরই মাঝে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনশনের হুঁশিয়ারি দিলেন আপ সরকারের মন্ত্রী অতিশী।

Advertisement

[আরও পড়ুন: বাতিল জিনিস বেচে পেট চালানো বৃদ্ধকে নিয়ে তামাসা ভিডিও ভাইরাল, অপমানে আত্মহত্যা!]

গোটা ঘটনার দায় হরিয়ানার উপর চাপিয়েছিলেন অতিশী। তাঁর অভিযোগ ছিল, “বিজেপিশাসিত হরিয়ানা দিল্লিকে দিল্লির ভাগের জল দিচ্ছে না। যার জেরেই রাজধানীতে জল সংকট তীব্র আকার নিয়েছে। গতকাল হরিয়ানা ৬১৩ এমজিডির পরিবর্তে মাত্র ৫১৩ এমজিডি জল সরবরাহ করেছে। এক এমজিডি জলে ২৮ হাজার ৫০০ মানুষের জলের চাহিদা মেটে। যার অর্থ ২৮ লক্ষের বেশি মানুষের প্রাপ্য জল দেওয়া হয়নি।” এর পর থেকেই অনশন করছেন তিনি। এদিন সেই অনশন মঞ্চেই হাজির হল তৃণমূলের প্রতিনিধি দল। বিষয়টি নিয়ে তাঁরা সংসদে সরব বলেও জানিয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: স্কুলের জলের ট্যাঙ্কে মদের বোতল! আরামবাগে হুলুস্থুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ