সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত উপত্যকা। বৃহস্পতিবার সকাল থেকে কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। পুলিশ সূত্রে খবর এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রিপোর্টে প্রকাশ, গোপন সূত্রে খবর পেয়ে এই উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় তল্লাশি চালায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। শ্রীনগর থেকে ৬৬ কিলোমিটার দূরে জঙ্গি রয়েছে বলে হদিশ মেলে। জায়গায় তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। তল্লাশির সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সকাল থেকে চলছে গুলি বিনিময়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তারক্ষীরা। তল্লাশি এখনও চলছে। পুলিশ সূত্রে খবর, এলাকায় এখনও উপস্থিত রয়েছে জঙ্গিরা। তাই এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে।
[ উপত্যকায় ফের জঙ্গি হামলা, শহিদ চার পুলিশকর্মী ]
বুধবার কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে সেনার গুলি বিনিময় হয়। খবর, ওই জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। পুলিশের কাছে খবর পৌঁছায় জম্মু-কাশ্মীরের সোপিয়ানের আরহামা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ সেই অনুযায়ী শুরু হয় তল্লাশি৷ তল্লাশি অভিযানে ছিলেন ডিএসপি সদরও৷ জঙ্গিদমন অভিযান চলাকালীনই হামলার শিকার হন পুলিশকর্মীরা৷ তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেন পুলিশকর্মীরাও৷ তাতেই একে একে চার পুলিশকর্মী গুলিবিদ্ধ হন৷ তাঁরা হলেন কনস্টেবল ইশফাক আহমেদ মীর, কনস্টেবল জাভেদ আহমেদ ভাট, কনস্টেবল মহম্মদ ইকবাল মীর ও এসপিও মনজুর ভাট।
প্রত্যেককেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা যান চারজনই৷ শহিদ পুলিশকর্মীদের কাছ থেকে একে ৪৭-ও ছিনতাই করে নিয়েছে জঙ্গিরা৷ ঘটনার পর থেকে ওই এলাকাটি বিশাল পুলিশবাহিনী ঘিরে ফেলে৷ জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু করে পুলিশ৷ জইশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে৷ এই নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত অন্তত ৩০ জন পুলিশকর্মী জঙ্গি হামলায় শহিদ হয়েছেন৷
[ বিমানের আদলে এবার ট্রেনেও বসছে অত্যাধুনিক ব্ল্যাক বক্স ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.