সংবাদ প্রতিদিন, ডিজিটাল ডেস্ক: ফের জঙ্গিদমন অপারেশনে সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা–জঙ্গি সংঘর্ষে নিকেশ অন্তত ৩ জঙ্গি। শহিদ এক জওয়ান। সেনা সূত্রে খবর, ত্রালের হাজানে ২ জঙ্গি ঢুকে পড়েছে, গোপন সূত্রে এই খবর পেয়ে জঙ্গি বিরোধী অভিযানে নামে যৌথ বাহিনী। তাদের উপস্থিতি টের পাওয়া মাত্র গুলি চালাতে শুরু করে জঙ্গিবাহিনী। পাল্টা প্রতিরোধ করে যৌথবাহিনীও। ৩ জঙ্গিকে খতম করতে গিয়ে শহিদ হন ৪২ নং রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান। গুলিযুদ্ধের মাঝে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসীও। নিহত ৩ জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। জুবির আহমেদ ভাট জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। শকুর আহমেদ এবং তৌসিফ আহমেদ হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, জঙ্গি দলের পোশাক। সেনাবাহিনীর অনুমান, ত্রালের হাজান, গুলশনপোরা এলাকায় গ্রামের মধ্যে লুকিয়ে নাশকতা ঘটানোর উদ্দেশ্য ছিল হিজবুল এবং জইশ জঙ্গিদের। টার্গেট ছিল সেনাঘাঁটিও।
কাশ্মীর সীমান্তে সম্প্রতি সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে। যার জেরে জঙ্গি বিরোধী অপারেশনে সাফল্যও এসেছে। নতুন বছরেও সীমান্তে অনুপ্রবেশ অব্যাহত পাক জঙ্গিদের। বৃহস্পতিবারের ঘটনার পর আরও তৎপর সেনাবাহিনী। এলাকায় চলছে চিরুনি তল্লাশি। জঙ্গিদের থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রের শক্তি পরীক্ষা করা হচ্ছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
[নয়া আতঙ্ক আন্দামানে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.