Advertisement
Advertisement

হান্দওয়ারায় গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে কাশ্মীরের দুই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই হয়৷

3 Terrorists killed in an encounter in Handwara, one Army Major dies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 15, 2017 4:54 am
  • Updated:February 15, 2017 4:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্দিপোরার পর মঙ্গলবারই উত্তর কাশ্মীরের হান্দওয়ারায় তিন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলেন এক আর্মি মেজর৷

(‘চিনা এয়ারফোর্সকে কড়া জবাব দিতে সক্ষম ভারতীয় বায়ুসেনা’)

গোয়েন্দা সূত্রে এলাকায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরেছিল পুলিশ৷ সেই সূত্র ধরেই এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি৷ তখনই সতর্ক হয়ে যায় জঙ্গিরা৷ এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেয় তারা৷ জবাবে পাল্টা গুলি চালায় সেনা৷ তবে সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা৷ তিন জঙ্গিকেই খতম করা গিয়েছে বলে খবর৷ তাদের কাছ থেকে AK47 রাইফেল উদ্ধার করা হয়েছে৷ ঘটনায় গুরুতর আহত হন এক সেনা আধিকারিক৷ তাঁকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘণ্টাখানেক পরই মৃত্যু হয় তাঁর৷

Advertisement

(ভারত-পাক সীমান্তে খোঁজ মিলল ২০ ফুট দীর্ঘ সুরঙ্গের)

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে কাশ্মীরের দুই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই হয়৷ মঙ্গলবার সকালে বান্দিপোরার ঘটনায় শহীদ হন তিন জওয়ান৷ ১৫ জন আহত হন৷ যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ নিকেশ করা হয় এক জঙ্গিকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement