Advertisement
Advertisement

Breaking News

Tamil Nadu

উৎসবের মাঝেই বিষাদের সুর, রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ নাবালকের

মৃতদের মধ্যে দুই কিশোর বিশেষভাবে সক্ষম।

3 Tamil Nadu children hit by train while crossing Rail track | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 25, 2023 9:47 am
  • Updated:October 25, 2023 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন নাবালকের। এদের মধ্যে দুই কিশোর বিশেষভাবে সক্ষম। শোনা ও কথা বলায় সমস্যা রয়েছে তাদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উরাপক্কম স্টেশনের (Urapakkam Railway Station) কাছে রেল লাইনের ধারে খেলছিল তারা। এর পর লাইন পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরদের মধ্যে বছর পনেরোর সুরেশের কানে শোনার সমস্যা রয়েছে। ১০ বছরের রবি স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। ১১ বছরের মঞ্জুনাথ পরিবারের সঙ্গে উৎসবের ছুটি কাটাতে উরাপক্কমে আত্মীয়র বাড়িতে এসেছিল। যদিও তিন কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারগুলিতে।

Advertisement

[আরও পড়ুন: একাধিক মামলার শুনানির দিনেই দুর্নীতিকাণ্ডে সাজা স্থগিত নওয়াজ শরিফের]

স্থানীয় পুলিশ আধিকারিক জানান, রেল লাইনের ধারেই খেলছিল ওই তিন কিশোর। এক সময় তারা লাইন পার হচ্ছিল। খেয়াল করেনি যে ওই লাইনে তখন ট্রেন আসছিল। এর ফলেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নানদন্তে পাঠায়। কিশোরদের পরিবারগুলিকে শোকসংবাদ দেওয়া হয়। ঘটনার রুটিন তদন্ত শুরু হয়েছে।

[আরও পড়ুন: আমেরিকা যাচ্ছেন চিনের বিদেশমন্ত্রী, গলবে কি সম্পর্কের বরফ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement