Advertisement
Advertisement

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের শৌচালয়ের দেওয়াল, বেঘোরে প্রাণ গেল ৩ পড়ুয়ার

কোভিডের কারণে দেড় বছর বন্ধ থাকার পর খুলেছিল স্কুলটি।

3 students killed in wall collapse at Tamil Nadu school | Sangbad Pratdin
Published by: Kishore Ghosh
  • Posted:December 17, 2021 2:04 pm
  • Updated:December 17, 2021 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই স্কুলের (School) শৌচালয়ের একটি দেওয়াল ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আর ওই দেওয়ালের নীচে চাপা পড়ে তামিলনাড়ুর (Tamil Nadu) একটি স্কুলের ৩ পড়ুয়ার মৃত্যু হল। ঘটনায় আরও ৩ পড়ুয়া গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে খবর পেয়েই পুলিশ ও দমকল কর্মীরা ওই স্কুলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর থিরুনেলভেলি (Thirunelveli District) জেলার স্ক্যাফটার উচ্চ বিদ্যালয়ে (Schaffter Higher Secondary School)। মৃত ৩ পড়ুয়া অষ্টম শ্রেণিতে পড়ত। মৃত দুই পড়ুয়ার নাম সঞ্জয় ও বিশ্বরঞ্জন। আর এক মৃতের নাম জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: তামিলনাড়ুর সরকারি কারখানায় বিস্ফোরণ, দুর্ঘটনায় আহত ৮ কর্মী]

এদিন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে শৌচালয়ে যায় সঞ্জয়, বিশ্বরঞ্জন ও অন্যরা। সেই সময় আচমকাই শৌচালয়ের একটি দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের উপরে। বিরাট দেওয়ালের নীচে চাপা পড়ে ৬ পড়ুয়া। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। শৌচালয়ের দেওয়ালটি কেন, কীভাবে ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

[আরও পড়ুন: তামিলনাড়ুতে বাঙালি শ্রমিকের রহস্যমৃত্যু, দুর্ঘটনা মানতে নারাজ পরিবার]

স্থানীয়রা জানিয়েছেন, স্কুল ভবনটি পুরনো। তার উপর কোভিডের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল। মহামারীর প্রকোপ কিছুটা কমার পর সম্প্রতি তামিলনাড়ু সরকার স্কুল খোলার অনুমতি দেয়। এরপরই স্কুলটি ফের চালু হয়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই শৌচালয়ের দেওয়াল ভেঙে পড়ল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। যদিও স্কুল খোলার পর ভবনটিকে সাফসুতরো করা হয়েছিল। রঙের প্রলেপ পড়েছিল দেওয়ালে।

এদিনের ঘটনার পর সাময়িকভাবে স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement