Advertisement
Advertisement

Breaking News

Arunachal

অরুণাচলে খাদে পড়ল সেনার ট্রাক! দুর্ঘটনায় নিহত ৩ জওয়ান, গুরুতর আহত ৪

হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।

3 Soldiers Killed, 4 Injured As Truck Fell Into Gorge In Arunachal
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 28, 2024 1:32 pm
  • Updated:August 28, 2024 1:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরুণাচল প্রদেশে খাদে গড়িয়ে পড়ল সেনার ট্রাক! এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জওয়ানের। গুরুতর আহত ৪। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়। এনিয়ে ইটানগরের এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এদিন অরুণাচলের আপার সুবানসিরি জেলা দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর ট্রাক। হঠাৎই খাদে পড়ে যায় সেনার ট্রাকটি। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৩ জওয়ানের। আরও চার জওয়ানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁদের। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনায় নিহত হয়েছেন হাবিলদার নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। তাঁরা সকলেই সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডে কর্মরত ছিলেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি-সহ সমস্ত র‌্যাঙ্কের অফিসাররা তিন জওয়ানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং আশিসের এই বলিদান চির স্মরণীয় থাকবে। ভারতীয় সেনা তাঁদের পরিবারের পাশে রয়েছে।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement