Advertisement
Advertisement
Gujarat

ফিশপ্লেট খুলে দুর্ঘটনা থেকে ট্রেন বাঁচানোর নাটক, পুরস্কারের লোভে চরম কাণ্ড ৩ রেলকর্মীর!

২১ সেপ্টেম্বরে কোশাম্বী এবং কিম স্টেশনের মাঝে রেললাইনের ফিশপ্লেট খোলা ছিল।

3 rail staff arrested in Gujarat over 'sabotage' plot to get felicitated
Published by: Kishore Ghosh
  • Posted:September 24, 2024 5:40 pm
  • Updated:September 24, 2024 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরস্কারের লোভে ফিশপ্লেট খুলে রেখে দুর্ঘটনা থেকে ট্রেন বাঁচানোর নাটক। গ্রেপ্তার হলেন তিন রেলকর্মী। এই ঘটনা সুরাটের। অভিযোগ, রেললাইন থেকে ফিশপ্লেট খুলে নিয়েছিলেন ধৃতেরা। ওই লাইনে ট্রেন আসতেই দূর থেকে চালককে সতর্ক করেন। চালক নেমে দেখেন রেললাইনের ফিশপ্লেট খোলা। দ্রুত স্টেশনমাস্টার, রেলের শীর্ষকর্তা এবং রেল সুরক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়। বড় দুর্ঘটনার হাত থেকে ওই রেলকর্মীরা ট্রেনটিকে বাঁচিয়েছেন, এই খবর চাউর হয়ে যায়। যদিও শেষ রক্ষা হয়নি। ষড়যন্ত্রের পর্দাফাঁস হওয়ায় বর্তমান শ্রীঘরে তিন রেলকর্মী।

সাম্প্রতিক সময়ে একদিকে যেমন একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। তেমনই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড-সহ বেশ কিছু রাজ্য রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার, সিমেন্টের ব্লক, লোহার রড ফেলে রাখার মতো ঘটনাও দেখা গিয়েছে। এই আবহে অন্তর্ঘাতের অভিযোগ উঠল গুজরাটের সুরাটের দুই ট্র্যাকম্যান এবং রেলেরই এক চুক্তিভিত্তিক কর্মীর বিরুদ্ধে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর কোশাম্বী এবং কিম স্টেশনের মাঝে রেললাইনের ফিশপ্লেট খোলা ছিল। বড়সড় দুর্ঘটনা হতে পারত। অভিযোগ, ট্র্যাকম্যান সুভাষ এবং তাঁর দুই সঙ্গী ফিশপ্লেট খুলে রেখে দিয়েছিলেন। জেরায় পুলিশকে তাঁরা আরও জানান, পুরস্কারের লোভে খোলা সেই ফিশপ্লেটের ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠিয়েও ছিলেন। যদিও শেষরক্ষা হয়নি। রাতের ওই ঘটনায় ওই তিন জনের প্রতিই সন্দেহ হয় পুলিশের। জেলায় বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এরপরেই গ্রেপ্তার করা হয় সুভাষ পোদ্দার, মণীশ মিস্ত্রি এবং শুভম জয়সওয়ালকে। এর মধ্যে সুভাষ এবং মণীশ ট্র্যাকম্যানের কাজ করেন। তৃতীয় অভিযুক্ত রেলের চুক্তিভিত্তিক কর্মী শুভম।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement