Advertisement
Advertisement

Breaking News

Pro-Khalistan Slogans

খালিস্তানি স্লোগান লিখে পান্নুনকে পাঠানো হত ভিডিও, পুলিশের জালে ৩ SFJ সমর্থক

পুলিশের দাবি, অভিযুক্ত ৩ জন নিষিদ্ধ 'শিখস ফর জাস্টিস' (SFJ) সংগঠনের সদস্য।

3 Pannun-backed SFJ operatives arrested for writing pro-Khalistan slogans
Published by: Amit Kumar Das
  • Posted:May 14, 2024 5:33 pm
  • Updated:May 14, 2024 7:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের মাঝেই দিল্লি (Delhi) ও পাঞ্জাবের একাধিক জায়গায় খালিস্তানি স্লোগানকে (Pro-Khalistan slogans) কেন্দ্র করে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে অবশেষে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত ৩ জন নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ (SFJ) সংগঠনের সদস্য। এবং বিদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গুরপতবন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) সমর্থক। মঙ্গলবার এই গ্রেপ্তারের কথা প্রকাশ্যে এনেছে পাঞ্জাবের বাথিন্ডা পুলিশ ও তাদের ইন্টেলিজেন্স বিভাগ।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ২৭ এপ্রিল বাথিন্ডার একাধিক জায়গায় খালিস্তানি পোস্টার দেওয়া হয়েছিল নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের তরফে। এর পর দিল্লির মেট্রো স্টেশনেও একই রকম পোস্টার দেওয়ার ঘটনা ঘটে ৯ মে। শুধু তাই নয় পুলিশের দাবি, প্রকাশ্য স্থানে এই পোস্টার লিখে তার ছবি ও ভিডিও পাঠানো হয়েছিল খোদ গুরপতবন্ত সিং পান্নুনকে। গোটা ঘটনার তদন্তে নেমেই খালিস্তানের সমর্থক ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, আমেরিকায় থাকলেও কানাডা, ব্রিটেনের মতো একাধিক দেশে শিখস ফর জাস্টিসের সংগঠন চালায় এই পান্নুন। ভারতের মাটিতেও নতুন করে নিজেদের জাল বিছানোর চেষ্টার রয়েছে পান্নুন। ৩ অভিযুক্তকে গ্রেপ্তারের পর এমনটাই ধারনা তদন্তকারীদের।

Advertisement

[আরও পড়ুন: ৬ বছরের জন্য মোদির ভোটে দাঁড়ানো নিষিদ্ধ হোক, শীর্ষ আদালতে মামলা]

উল্লেখ্য, রবিবার খালিস্তানপন্থী স্লোগান দেখা যায় দিল্লির করোলবাগ ও ঝান্দেওয়ালন মেট্রো স্টেশনের দেওয়ালে। পাশাপাশি মোদি বিরোধী স্লোগানও দেওয়া হয়। সাত সকালে মেট্রো স্টেশনের দেওয়ালে এমন স্লোগান নজরে আসতেই তৎপর হয় পুলিশ। কালি দিয়ে তা মুছে দেওয়া হয়। পাশাপাশি শুরু হয় তদন্ত। এই ঘটনার পিছনে যে শিখস ফর জাস্টিসের হাত রয়েছে শুরু থেকেই সন্দেহ ছিল পুলিশের। এবার ৩ অভিযুক্তের গ্রেপ্তারির পর তা স্পষ্ট করল পুলিশ।

[আরও পড়ুন: ‘মানবিকতা সংকটে, বন্ধ হোক এ রক্তের হোলি’, রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনের পাশে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement