Advertisement
Advertisement

Breaking News

terrorists killed

কাশ্মীর সীমান্তে ফের অনুপ্রবেশ রুখল সেনা, খতম তিন জঙ্গি

শহিদ আরও এক জওয়ান৷

3 more terrorists killed, One security personnel lost his life during action
Published by: Tanujit Das
  • Posted:September 24, 2018 3:57 pm
  • Updated:June 7, 2019 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিলেন জওয়ানরা৷ সেনার গুলিতে খতম আরও তিন জঙ্গি৷ গত কয়েকদিনে এই নিয়ে এখনও পর্যন্ত পাঁচজন সন্ত্রাসীকে নিকেশ করল ভারতীয় সেনা৷ সন্ত্রাসীদের গুলিতে শহিদ হলেন আরও এক ভারতীয় জওয়ান৷ উপত্যকায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে চলছে সার্চ অপারেশন৷ বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনারা৷

[চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে পৃথ্বী মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের]

Advertisement

গতকাল এনকাউন্টারে দুই জঙ্গিকে হত্যা করে জঙ্গিরা৷ সোপিয়ান ও পুলওয়ামায় তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। রবিবার সকাল থেকে মোট আটটি গ্রাম ঘিরে ফেলে তল্লাশি চালায় ভারতীয় সেনা। পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে, সেনার উপরে গুলিবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা৷ কিন্তু জঙ্গিদের হটাতে যে তল্লাশি শুরু হয়, তাতে পদে পদে বাধা পান ভারতীয় জওয়ানরা। স্থানীয়রা তাঁদের উপর ইটবর্ষণ শুরু করে। এর ফলে জায়গায় জায়গায় বাধা পায় অভিযান। কিন্তু তাতে একটুও দমে যায়নি জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা। অভিযান চালিয়ে যান তাঁরা। এখনও চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই৷ উত্তপ্ত রয়েছে উপত্যকার পরিস্থিতি৷ জায়গায় জায়গায় এখনও চলছে সার্চ অপারেশন৷

[মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, আটকে বহু পর্যটক]

গত বুধবার এক ভারতীয় জওয়ানকে সীমান্তে গলা কেটে হত্যা করে পাক রেঞ্জার্সরা৷ এরপরেই, শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলিশের তিন অফিসারকে অপহরণ করে খুন করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ এরপরেই ভারত-পাক বৈঠক বাতিলের ঘোষণা করে ভারত৷ টেবিলে বুলি আর সীমান্তে গুলি একসঙ্গে চলতে পারে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয় নয়াদিল্লির তরফ থেকে৷ এরই মধ্যে নয়াদিল্লির হাতে আসে এক চাঞ্চল্যকর কথোপকথনের নমুনা৷ জানা যায়, ভারতীয় জওয়ান ও পুলিশকর্মীদের খুনের সুপারি আসে সুদূর পাকিস্তান থেকে৷ নির্দেশ আসে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কাছ থেকে৷ সেখানে মৃত পুলিশ অফিসারদের নাম উল্লেখ করে সুপারি দেওয়া হয়৷ বলা হয়েছে, প্রথমে অপহরণ করতে ও তারপর খুন করতে৷ ফলে সীমান্ত ও উপত্যকার সঙ্গে সঙ্গে পারদ চড়েছে ভারত-পাক কূটনৈতিক সম্পর্কেরও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement