Advertisement
Advertisement

আরও তিন মাওবাদীর দেহ উদ্ধার ওড়িশায়

এই নিয়ে মোট ২৭ জন মাওবাদীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল৷

3 more bodies of Maoists recovered, toll rises to 27
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 1:41 pm
  • Updated:March 30, 2022 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার মালকানগিরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত আরও তিন মাওবাদীর দেহ উদ্ধার হল মঙ্গলবার৷ এদিন মালকানগিরির বেজিং জঙ্গল থেকে তিন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে৷

গত সোমবার থেকে অন্ধ্র এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে এই নিয়ে মোট ২৭ জন মাওবাদীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল৷ বিশাখাপত্তনমের পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানিয়েছেন, জঙ্গলে আরও মাওবাদীর লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে৷ তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ৷ এই ঘটনায় আরও মাওবাদীর মৃত্যুর খবর আসতে পারে বলেও তিনি জানান৷

Advertisement

মালকানগিরি পুলিশ সুপার মিত্রভানু মহাপাত্র জানিয়েছেন, “গতকাল যে ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁদের প্রত্যেকের পরিচয় জানা গিয়েছে৷ তাঁদের দেহ আপাতত মালকানগিরি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷”

ঘটনাস্থল থেকে মাওবাদীদের মৃতদেহ ছাড়াও উদ্ধার করা হয়েছে ২০ টি আগ্নেয়াস্ত্র৷ তার মধ্যে ৪ টি একে৪৭, ১০ টি ৩০৩ রাইফেল, তিনটি এসএলআর রাইফেল ও একটি ইনস্যাস রাইফেল উদ্ধার করেছে পুলিশ৷ পাশাপাশি, ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ এবং নগদ ২.১৬ লক্ষ  টাকাও উদ্ধার করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement