Advertisement
Advertisement

Breaking News

Chattishgarh

নেশার ঘোরে ঘুমন্ত শিশুর উপর চেপে বসল যুবক, দম আটকে মৃত্যু একরত্তির

ধৃত অভিযুক্ত।

3 Month-Old Baby Suffocates to Death After Drunk Man Sits on Her in Chhattisgarh | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:March 11, 2023 6:08 pm
  • Updated:March 11, 2023 6:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশার ঘোরে এক একরত্তির প্রাণ কাড়ল এক মদ্যপ ব্যক্তি। হোলির দিন দুপুরে ঘুমন্ত তিন মাসের এক শিশুর মুখের উপর চেপে বসে এক মদ্য়প ব্যক্তি। শিশুটির মা সতর্ক করলেও জায়গা থেকে নড়েনি সে। উলটে বসে থাকা অবস্থাতেই শিশুর উপর লাফাতে শুরু করে মদের নেশায় চুর ওই ব্য়ক্তি। পরে মহিলা লাঠি নিয়ে তাড়া করলে মদ্যপ ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু বাঁচানো যায়নি সদ্যজাতকে। হোলির দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম জঙ্গলু নাগওয়াংশি। হোলির দিন দুপুরে মদ্যপ অবস্থায় একটি বাড়িতে ঢুকে খাটিয়ার উপর বসে পড়়ে সে। আর সেই খাটিয়াতেই ঘুমোচ্ছিল একরত্তি শিশুটি। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দেখতে পায়নি, এমন ভাব করে খাটিয়ার উপর বসেছিল জঙ্গলু। দেখতে পেয়ে ছুটে আসেন শিশুটির মা। ধাক্কা মেরে নেশায় চুর জঙ্গলুকে সরানোর চেষ্টা করে। কিন্তু লাভ হয়নি।

Advertisement

[আরও পড়ুন: গিলের সেঞ্চুরি, কোহলির হাফসেঞ্চুরি, রানের পাহাড়ের সামনে ধীরে ধীরে এগোচ্ছে ভারত]

অভিযোগ, বাচ্চাটির উপর রীতিমতো লাফাতে শুরু করে সে। তার শরীরের পুরো ওজনটাই পড়ছিল ঘুমন্ত শিশুটির উপর। উপায় না দেখে লাঠি নিয়ে তেড়ে আসেন মহিলা, তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় জঙ্গলু। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। দম নিতে না পেরে মৃত্য়ু হয়েছে শিশুটির। চিকিৎসকের কাছে নিয়ে গেয়েও কোনও লাভ হয়নি। পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে গ্রেপ্তারির সময়ও অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলেই খবর।

[আরও পড়ুন: হাই কোর্টের নির্দেশের পরই তৎপর মধ্যশিক্ষা পর্ষদ, বাতিল SSC গ্রুপ সি’র ৮৪২ জনের নিয়োগপত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement