সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড চলচ্চিত্র ‘দৃশ্যম‘-এর অনুকরণে প্রেমিকার স্বামীকে খুন করে দেহ লোপাট করল এক যুবক। খুনের পর মৃতদেহের উপর প্রায় ৫০ কেজি নুন ঢেলে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। মহারাষ্ট্রের নাগপুরের এই ঘটনার নৃশংসতায় হতবাক পুলিশ আধিকারিকরা। নিহতের স্ত্রীর প্রেমিক ও তার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যোগসাজশ রয়েছে কি না, তা জানতে নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
স্ত্রীর আচরণ ক্রমশ বদলাচ্ছে। সবচেয়ে কাছের মানুষ অন্য পুরুষের প্রেমে মজেছেন, একথা জানতে বিশেষ বেগ পেতে হয়নি মহারাষ্ট্রের নাগপুরের পঙ্কজ দিলীপ গিরামকরকে। বোঝার পর নিজেকে আর শান্ত রাখতে পারেননি বছর বত্রিশের ওই যুবক। স্ত্রীর প্রেমিক লাল্লু যোগেন্দ্রসিং ঠাকুরের সঙ্গে দূরত্ব তৈরি করতে ওয়ারধায় বাড়ি ভাড়া নিয়ে চলে যান গিরামকর। গত বছরের ২৮ ডিসেম্বর পেশায় হোটেল ব্যবসায়ী লাল্লু যোগেন্দ্রসিং ঠাকুরের যান ওই মহিলার স্বামী। পরকীয়া নিয়ে দু’পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। অভিযোগ, ঝগড়াঝাটি চলাকালীন গিরামকরের মাথায় হাতুড়ি দিয়ে জোরে আঘাত করে লাল্লু। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন গিরামকর। কিছুক্ষণের মধ্যে লাল্লু বুঝতে পারে গিরামকর মারা গিয়েছেন।
তাই তার দেহ লোপাটের তোড়জোড় শুরু করে লাল্লু। তাকে সাহায্য করে তারই হোটেলে কর্মরত দুই যুবক। গিরামকরের দেহ একটি বড় মুখঢাকা পাত্রের মধ্যে ঢুকিয়ে দেয় লাল্লু। তার উপর ঢালা হয় ৫০ কেজি নুন। এরপর একজনকে ডেকে প্রায় ১০ ফুট গভীর একটি গর্ত খোঁড়ায়। তার মধ্যে ওই মুখঢাকা পাত্রটিকে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। গিরামকরের মোবাইল ফোনটি ছুঁড়ে একটি রাজস্থানগামী লরির মধ্যে ফেলে দেয় লাল্লু।
এদিকে, গিরামকর বাড়ি ফিরছেন না দেখে দুশ্চিন্তায় পড়ে যান তাঁর পরিজনেরা। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। তদন্তে নেমে প্রথমেই পুলিশ গিরামকরের মোবাইল নম্বর ট্র্যাক করে। টাওয়ার লোকেশন অনুযায়ী পুলিশ বুঝতে পারে মোবাইল ফোনটি রাজস্থানে রয়েছে। নাগপুরে গিরামকরের পুরনো বাড়ির কাছে যান তদন্তকারীরা। হোটেল ব্যবসায়ী লাল্লু এবং তার দুই কর্মচারীর সঙ্গে কথা বলে পুলিশ। তাতে মেলে হাজারও অসঙ্গতি। পুলিশ লাল্লুর দুই সহকর্মীকে আটক করে। জেরায় ভেঙে পড়ে ওই দুই যুবক। তারা স্বীকার করে নেয় লাল্লুই গিরামকরকে খুন করেছে। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলেও স্বীকার করে অভিযুক্ত। স্বীকারোক্তি অনুযায়ী মাটি খুঁড়ে গিরামকরের দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা লাল্লুকেও। পুলিশ নিহতের স্ত্রীর সঙ্গেও কথা বলছে। তার মদতেই লাল্লু গিরামকরকে খুন করেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.