Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

ছত্তিশগড়ের জঙ্গলে বড় সাফল্য, গুলির লড়াইয়ে খতম ৩ মাওবাদী

বিজাপুরে একাধিক এলাকায় অভিযান চালিয়ে সাফল্য।

3 Maoists Killed In Chhattisgarh Border

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:November 9, 2024 8:50 pm
  • Updated:November 9, 2024 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলার জঙ্গলে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ তিন মাওবাদী। শুক্রবার সকাল থেকে বিজাপুর জঙ্গলের একাধিক এলাকায় অভিযান চালায় সিআরপিএফ-এর বিশেষ দল ‘কোবরা’, সেনা এবং পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাতেই এল সাফল্য।

বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব অভিযানের বিষয়ে জানান, শুক্রবার সকাল থেকে ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুরের সীমানার উসুর-বসাগুড়া এবং পামেড এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে। তাতেই মৃত্য হয়েছে তিন মাওবাদীর। এছাড়াও বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ, সেনা ও কোবরা বাহিনী।

Advertisement

প্রসঙ্গত, ইদানীংকালে মাওবাদী অভিযানে সবচেয়ে বড় সাফল্য মিলেছে গত অক্টোবর মাসে। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’-এর অভিযানে ৩৮ মাওবাদী খতম হয়। যদিও অভযানে শেষে ফেরার পথে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় সেনা জওয়ানের। পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত ১৭ জন পুলিশকর্মী এবং ৫০ জনেরও বেশি নাগরিক মাওবাদীদের হানায় প্রাণ হারিয়েছেন। বরং উলটো দিকে ২০২৪ সালে ২৫০ জনেরও বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৮১২ জন। আত্মসমর্পণ করেছেন ৭২৩ জন মাওবাদী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement